এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > লক্ষ্মীরতন শুক্লাকে বিজেপিতে আহ্বান দিলীপের! জেনে নিন!

লক্ষ্মীরতন শুক্লাকে বিজেপিতে আহ্বান দিলীপের! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হাওড়ার লক্ষ্মীরতন শুক্লা। আর তারপরেই তাকে নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করতে শুরু করেন, খেলার অজুহাত দেখিয়ে লক্ষ্মীরতন শুক্লা হয়ত বা পদ থেকে ইস্তফা দিলেন। কিন্তু তিনি হয়তো অন্য কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। এমনিতেই শুভেন্দু অধিকারী তৃণমূলের ঘর ভাঙতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর তার মধ্যেই হাওড়া জেলার সভাপতি এবং হেভিওয়েট মন্ত্রী নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই রীতিমত গুঞ্জন ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে জল্পনাকে বাড়িয়ে দিয়ে সেই লক্ষ্মীরতন শুক্লাকে বিজেপিতে আহ্বান জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, বুধবার পুরুলিয়ায় লক্ষ্মীরতন শুক্লাকে বিজেপিতে যোগদানের আহ্বান জানান মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমি তো লক্ষ্মীরতন শুক্লাকে বিজেপিকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্পিরিট আছে সেটা দেশের কাজে লাগান বিজেপির মাধ্যমে।” আর দিলীপ ঘোষের এই মন্তব্যে এবার তৈরি হয়েছে জল্পনা। অনেকে বলছেন, এর আগে শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা তৈরি হয়েছিল, তখনও দিলীপ ঘোষকে এই রকম মন্তব্য করতে শোনা গিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার লক্ষ্মীরতন শুক্লা তৃনমূলের সভাপতি পদ এবং রাজ্যের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর তাকে নিয়েও সেই একই রকম মন্তব্য করতে শোনা গেল দিলীপ ঘোষকে। যার ফলে একাংশ বলছেন, তাহলে কি এবার লক্ষ্মীরতন শুক্লাও বিজেপিতে যোগ দিতে চলেছেন! দিলীপ ঘোষের এই মন্তব্যের পর সেই জল্পনা আরও চরম আকার ধারণ করেছে রাজ্য রাজনীতিতে।পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিধানসভা নির্বাচনের মুখে এখন বিজেপি তৃণমূলের ঘর ভাঙতে সবথেকে বেশি নজর দিয়েছে।

শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যোগদান করানোর পর ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে, সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলের হেভিওয়েট নেতাদের গেরুয়া শিবিরে নাম লেখানোর। আর এই পরিস্থিতিতে হাওড়া জেলা তৃণমূলের অন্দরমহল দিনকে দিন অশান্তি শুরু করেছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেসুরো মন্তব্যের পর লক্ষ্মীরতন শুক্লার পদ থেকে ইস্তফা সেই চিন্তা বাড়িয়ে দিয়েছিল।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, লক্ষ্মীরতন শুক্লা খেলাতে সময় দিতে চান। তাই এটা নিয়ে নেগেটিভ ভাবার কিছু নেই। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ এই বিষয় নিয়ে ক্রমশ চর্চা করতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের পক্ষ থেকে সেই লক্ষ্মীরতন শুক্লাকে নিজেদের দলে যোগদানের আহবান জানানোয় কি করেন লক্ষীবাবু, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!