এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বহিস্কৃত হতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নেতা, জেনে নিন

বহিস্কৃত হতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নেতা, জেনে নিন

লোকসভা নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড় ওঠার পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙ্গন দেখা দিতে শুরু করে। তবে শুধু তৃনমূল নয়, বাম এবং কংগ্রেস থেকেও একাধিক জনপ্রতিনিধিদের বিজেপি নিজেদের দিকে টানতে শুরু করে। আর দলবদলের এই জল্পনার মাঝেই করিমপুর বিধানসভা কেন্দ্রের পরাজিত বাম প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষের পদ্ম শিবিরে যোগদান হওয়ার জল্পনা জোরালোভাবে ফুটে উঠতে থাকে।

আর এরপরই সিপিএম থেকে তাকে বহিষ্কার করলে এবার সেই সিপিএমের বিরুদ্ধেই কার্যত বিস্ফোরক অভিযোগ আনলেন‌ এই প্রবীণ বাম নেতা সমরেন্দ্রনাথ ঘোষ। প্রসঙ্গত, 1977 সালে বামফ্রন্ট এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে করিমপুর বিধানসভা কেন্দ্রে কখনই হাড়তে হয়নি সিপিএমকে। তবে 2011 সালে রাজ্যে তৃণমূলের পালাবদলের হাওয়া আসলে রাজ্যের অন্যান্য আসলে বামেরা হেরে গেলেও এই করিমপুর বিধানসভায় জয়ী হন সমর ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের মহুয়া মৈত্রর কাছে হেরে যেতে হয় বামেদের সমরেন্দ্রনাথ ঘোষকে। আর লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফলাফল হওয়ার পরই সেই বামেদের সমরেন্দ্রনাথ ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে তীব্র জল্পনা ছড়ায়।

এরপরই সোমবার সিপিএমের পক্ষ থেকে একটি জরুরি বৈঠক ডেকে দল বিরোধী কাজ করার অভিযোগে করিমপুর এরিয়া কমিটির পক্ষ থেকে সেই সমরবাবুকে বহিস্কার করার কথা ঘোষণা করা হয়। আর এবার তাকে বহিষ্কার করা নিয়ে সিপিএমের বিরুদ্ধে মুখ খুললেন সেই সমর ঘোষ।

সূত্রের খবর, বুধবার তিনি বলেন “2011 সালে দলের একটা অংশ সক্রিয়ভাবে আমাকে পরাজিত করতে সচেষ্ট ছিল। কিন্তু তাও আমি জিতেছিলাম। তবে 2016 সালে দ্বিতীয়বার ভোটের সময় একটি ষড়যন্ত্র হয়েছিল। আর তখন আমায় হারতে হয়েছিল। আর এর জন্য দলের একটি অংশই দায়ী।”

পাশাপাশি বিজেপি যোগের অভিযোগ এনে দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়ায় এবার যারা তার বিরুদ্ধে সেই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, তাদের বিরুদ্ধে মুখ খুলে সমর ঘোষ বলেন, “নানা অভিযোগে অভিযুক্তরাই এখন সিপিএমের ক্ষমতাসীন গোষ্ঠী ও সিদ্ধান্ত নেওয়ার মালিক। আসলে আমায় না সরালে উপনির্বাচনে টিকিট দিতে হত, আর নিজেদের লোকেদের প্রার্থী করতে পারত না বলেই এখন মিথ্যা অভিযোগ এনে আমায় বহিষ্কার করা হল।”

কিন্তু তিনি কি বিজেপিতে যোগদান করছেন! তা অবশ্য এদিন খোলসা করে বলেননি করিমপুর বিধানসভা কেন্দ্রের এই প্রাক্তন বাম বিধায়ক। তবে সমর ঘোষের বিজেপি যোগের সম্ভাবনাকে জিইয়ে রেখেছেন নদিয়া উত্তরের বিজেপির সাংগঠনিক সভাপতি মহাদেব সরকার। সব মিলিয়ে এবার দল থেকে বহিষ্কার হওয়ার সাথে সাথেই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে মুখ খুলে ক্ষোভ উগরে দিলেন করিমপুরের প্রাক্তন বাম বিধায়ক সমর ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!