এখন পড়ছেন
হোম > রাজ্য > ২১ শের মঞ্চে নেই তবু হবু ডাক্তারদের ধর্নায় হাজির, পুরোনো সৈনিকের সঙ্গে দূরত্ত্ব বাড়ছে মমতার?

২১ শের মঞ্চে নেই তবু হবু ডাক্তারদের ধর্নায় হাজির, পুরোনো সৈনিকের সঙ্গে দূরত্ত্ব বাড়ছে মমতার?


দলনেত্রীর কাছে আগাম চিঠি দিয়ে ২১ শে জুলাইয়ের মঞ্চে অনুপস্থিতির কথা তিনি জানিয়েছিলেন। সেই তাঁকেই ২১শে জুলাইয়ের শহীদ দিবসের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে  এদিন মানবিক কর্তব্য পালনরত অবস্থায় মেডিক্যাল কলেজের অনশনরত ছাত্রদের পাশে পাওয়া গেলো। তিনি আর কেউই নন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সুমন। এদিন দুপুরে কোনো খবর না দিয়ে হঠাৎই তিনি  মেডিক্যাল কলেজের অনশনরত ছাত্রদের সঙ্গে দেখা করতে গেলেন।

ছাত্রদের সাথে কথা বলার সময়ে তিনি সরাসরি ভাবে না হলেও আবেভাবে রাজ্যের প্রশাসনের ওপরে ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ করে ফেলেন। বেশ অসহায়তার সুরেই সারা জাগানো এই সঙ্গীতকার ছাত্রদের বললেন,  ”কাকে ধরে আনব আমি? অনশন করা এতগুলো ছেলের কথা যাঁরা শুনছে না, তাঁরা আমার কথা শুনবে?” এত সমস্যার প্রতিকূলতার মধ্যেও বিক্ষুদ্ধ ছাত্রেরা এদিন বেশ আনন্দিত তাঁদের প্রিয় গায়ক কে এই সময়ে পাশে পেয়ে।

এক ছাত্র নিজের উত্তেজনা সংবরন করতে না পেরে কবীর সুমনকে অনুরোধ করলেন যে তিনি মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ মানুষ তা তো কারোরই অজানা নয়, তাই তিনি যদি মাননীয়াকে ছাত্রদের সমস্যার কথা জানান তাহলে মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। তখনই এই গায়ক পরিচিত বলিষ্ঠ কন্ঠে বললেন, ”ওঁর সঙ্গে আমার সেই সম্পর্ক নেই। আমাদের রোজ ফোনে কথা হয় না। এক সময়ে আমরা একসঙ্গে আন্দোলন করেছি।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন ছাত্রদের সাথে বেশ কিছুটা সময় তিনি কথা বলেন। তাঁদের দমে যাওয়া প্রাণ শক্তি  ফিরিয়ে আনার চেষ্টা করেন। এদিকে মেডিক্যাল কলেজের অনশন নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। প্রসঙ্গতঃ সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই সমস্যায় হস্তক্ষেপ করে দ্রুত সমাধানের আর্জি জানিয়েছেন। রবিবার এসএফআই এর পক্ষ থেকে ছাত্রদের দাবির সমর্থনে মিছিল বের হয় ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!