এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপিতে গিয়েও ঘরের ছেলেরা ঘরে ফিরে এলো দাবি তৃণমূলের

বিজেপিতে গিয়েও ঘরের ছেলেরা ঘরে ফিরে এলো দাবি তৃণমূলের

টোটো চালকদের নিয়ে বিজেপি ও তৃণমূলের এই টানাটানিতে এখন সরগরম কোচবিহারের রাজনৈতিক পরিবেশ।গত বৃহস্পতিবার প্রায় ১০০০ খানেক টোটোচালক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।তাদের অভিযোগ ছিল যে আশ্বাস দেবার পরেও তাদের দাবি মানা হচ্ছে না। এর পরেই নড়েচড়ে বসে শাসকদল আর এদিন কোচবিহার পৌরসভা টোটো চালকদের টেম্পোরারি আইডেনটিফিকেশন নম্বর দেবার কাজ শুরু করার পাশাপাশি রাস মেলা ময়দানে সভা করে তৃণমূল। সেই সভায় বিধায়ক মিহির গোস্বামী উপস্থিত থেকে আশ্বাস দেন টোটো চালকদের পাশে থাকবে তৃণমূল। সাথেই কয়েক জন বিজেপিতে যাওয়া টোটো চালকের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয়। এদিন এই নিয়ে মিহিরবাবু বলেন যে,টোটো চালকদের বিজেপি বিভ্রান্ত করেছে, তাদের ভুল বুঝিয়ে দলে টেনেছে।মা মাটি মানুষের সরকার টোটো চালকদের সঙ্গে আছে কোনো ক্ষতি হতে দেবেন না। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি নিখিল রঞ্জন দে বলেন বিজেপি কোনও টোটো চালককে জোর করে নিয়ে আসেনি, তারা নিজেদের ইচ্ছাতেই বিজেপি কার্যালয়ে এসেছেন।আর তারা তৃণমূলে ফিরে যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!