এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে দল ছাড়লেন অন্যতম শীর্ষনেতা

বিজেপিকে বড়সড় ধাক্কা দিয়ে দল ছাড়লেন অন্যতম শীর্ষনেতা


বিশাখাপত্তনমের সাংসদ তথা বিজেপির এক বরিষ্ঠ নেতা কে হরি বাবু এদিন তাঁর পদ থেকে ইস্তফা দিলেন।জানা গেছে যে তিনি তাঁর ইস্তফাপত্র বিজেপি সভাপতি অমিত শাহকে পাঠিয়ে দিয়েছেন। জল্পনা উঠেছে যে তেলেঙ্গানায় তেলেগু দেশম পার্টির এনডিএ জোট থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার ফলেই এমন পদক্ষেপ নিলেন এই বর্ষীয়ান বিজেপি নেতা। এমন সময়ে দলের শীর্ষ নেতার এই সিদ্ধান্তে তেলেঙ্গানা রাজ্যের বিজেপি নেতৃত্বও যে খানিক অস্বস্তির মুখে পড়লো তা আর বলার অপেক্ষা রাখে না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কে হরি ইস্তফা দেওয়ায় এমএলসি সোমু ভীরারাজু নিজেকে ওই কেন্দ্রে দাবিদার হিসেবে প্রস্তাব করেছেন। একই সাথে প্রতিযোগীতায় নেমেছেন প্রাক্তন মন্ত্রী পি মণিক্যালা রাও, কান্না লক্ষ্মীনারায়ণা ও ডি পুরন্দ্রেশ্বরী ও আরো অনেকে। প্রসঙ্গত,শেষ দুই নেতা প্রথমে কংগ্রেস দলের সদস্য ছিলেন। পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন। কে হরি বাবু নিজের দায়িত্ব এতদিন অবধি সচেতনতার সাথেই পালন করছিলেন। কিন্তু তাঁর ওপর ন্যস্ত দায়িত্বভার সংক্রান্ত ক্ষমতা আদতে রাজ্যের বিজেপির দলীয় কর্মীরা ব্যবহার করেছেন বলে এখন অভিযোগ উঠেছে। যার জেরেই এই বিজেপি সাংসদের পদত্যাগ বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!