এখন পড়ছেন
হোম > রাজ্য > বড় ধাক্কা মুকুলের,এবার তাঁর হাত ধরে আসা কর্মীরা দল ছাড়লেন

বড় ধাক্কা মুকুলের,এবার তাঁর হাত ধরে আসা কর্মীরা দল ছাড়লেন

কয়েকদিন আগেই তৃণমূলের উপর আস্থা হারিয়ে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পাঁচ শতাধিক কর্মী-সমর্থক। কিন্তু হঠাৎ করে সেই সব জঙ্গলমহলের কর্মী-সমর্থকরা ফায়ার গেলেন তাদের পুরোনো দলে। কারণ হিসাবে তারা নাকি জানিয়েছেন যে এর জন্য দায়ী মুকুল রায়। মানে মুকুলবাবু বিজেপির কিষাণসভার মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন আর সেটা নাকি দল ছেড়ে আসা কর্মীদের ভালো লাগেনি। দল ছেড়ে কর্মীদের দাবি, একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিন্দনীয় মন্তব্য ও কুৎসার প্রতিবাদেই এই দলবদল। এদিন ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাজ সম্মেলনেই বিজেপি কর্মীরা উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি।তৃণমূলে যোগ দিয়ে তারা বলেন,তাঁরা বলেন, ‘মুকুল রায় দলত্যাগ করে প্রাক্তন দল ও দলনেত্রীর বিরুদ্ধে যে ভাষায় আক্রমণ করছে, তা নিন্দনীয়। আমরা তাকে সমর্থ করি না’ আমরা মনে করি, একজন রাজনৈতিক নেতার আরও সহনশীল হওয়া দরকার। সেই কারণেই ওই দলে না থেকে আমরা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!