এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জয়ী পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগ দেয়ায় বিরোধীশূন্য হল এই গ্রাম পঞ্চায়েত

জয়ী পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগ দেয়ায় বিরোধীশূন্য হল এই গ্রাম পঞ্চায়েত

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারকালে বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ার ডাক দিয়েছিল তৃণমূল। নির্বাচনে বিশাল সংখ্যক আসনে জয়লাভ করলেও একেবারে বিরোধীশূন্য হয়নি পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। বিরোধীরাও বেশ কিছু আসন জিতে ছিল। কিন্তু তারপরেও দলের হেভিওয়েট নেতারা প্রকাশ্যে অপ্রকাশ্যে বক্তব্য রেখেছিলেন পঞ্চায়েত বিরোধীশূন্য হবে আর তার পর থেকেই একের পর এক জয়ী পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগদান করেছেন এবং বিরোধীশূন্য হয়েছে অনেক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি। এবার সেই তালিকায় যুক্ত হলো গঙ্গারামপুর।

উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস দলের একাধিপত্যে কার্যত বিরোধী শূন্য হয়ে পড়লো। এই ব্লকের ১১ টি পঞ্চায়েতই এদিন বিরোধী শূন্য হয়ে গেলো। রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের একটি আসনে সিপিএম মনোনীত সদস্য হিসেবে জয়লাভ করেন মন্তেজার আলি। তিনিই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করতে সঙ্গে আরও ১৫০টি পরিবার কে নিয়ে তৃণমূল কংগ্রেস দলের সদস্য পদ গ্রহণ করলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য গঙ্গারামপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩টি গ্রাম পঞ্চায়েতের একটিও আসনে নির্বাচনী লড়াই হয়নি। অবশিষ্ট আসন গুলিতে নির্বাচন হয়। সেইরকমই উদয় গ্রাম পঞ্চায়েতের চালুন্দা আসনটিতে সিপিএম মনোনীত সদস্য হিসেবে জয়লাভ করেন মন্তেজার আলি। এদিন পঞ্চায়েতে নতুন বোর্ড গঠনের পূর্বেই তিনি দল পরিবর্তন করলেন। মন্তেজার আলির হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে বরণ করে নিলেন তৃণমূল কংগ্রেস নেতা প্রশান্ত মিত্র।

মন্তেজার আলি এদিন দল পরিবর্তনের পরে তাঁর এই সিদ্ধান্তের ব্যাখায় করেই বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছি।” অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা প্রশান্ত মিত্র বললেন , “CPI(M)-এ থেকে উন্নয়ন কখনই সম্ভব নয়। তাই উনি উন্নয়নযজ্ঞে সামিল হতে তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন। আমরা তাঁকে সাদরে গ্রহণ করেছি।”

প্রসঙ্গত এই নিয়ে বিরোধীদের অভিযোগ বিরোধী শূন্য করার খেলায় মেতেছে শাসক দল। আর তাই জয়ী সদস্যদের ভয় দেখিয়ে কিংবা জোর করে তৃণমূল নিজেদের দলে যোগদান করাচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি যারা আসছেন স্বেচ্ছায় আসছেন, নিজেদের ভুল বুঝতে পেরে মমতা বন্দোপাধ্যায় এর উন্নয়নে সামিল হতে আসছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!