এখন পড়ছেন
হোম > রাজ্য > দল ছেড়ে তৃণমূলে যোগ প্রায় ২৫০ পরিবারের, তাতেও উঠছে প্রশ্ন

দল ছেড়ে তৃণমূলে যোগ প্রায় ২৫০ পরিবারের, তাতেও উঠছে প্রশ্ন

মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ প্রায় ২৫০ পরিবারের। নাগরাকাটার আদিবাসী চর্চা কেন্দ্রে সৌরভ চক্রবর্তী, বিধায়ক শুকরা মুণ্ডা, রাজ্যসভার সদস্য শান্তা ছেত্রীর উপস্থিতিতে ডুয়ার্সের মোর্চা নেতারা বৈঠক করেন। সেখানেই মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রায় ৯০ জন মোর্চা নেতা নেত্রী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। যোগদানকারীদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ই সারা রাজ্যে উন্নয়ন করছেন আর তাই সেই উন্নয়নে সামিল হতেই এই যোগদান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই নিয়ে খুশি শান্তা ছেত্রী। তিনি জানান যে, রাজ্যের সর্বত্র যে উন্নয়নকাজ চলছে তা প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে হলে তৃণমূলের হাত আরো শক্ত করতে হবে। আর তাই যারা অন্য কিছু ভাবছেন তাঁদেরও তৃণমূলের পতাকা হাতে নিতে হবে। পাশাপাশি পিছিয়ে নেই নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অমরনাথ ঝাঁ। তিনিও বলেন যে, ডুয়ার্সে মোর্চার প্রায় সব নেতা-কর্মী দল ছেড়ে তৃণমূলে চলে এসেছেন যারা এখনও অন্য কিছু ভাবছেন তাঁদের বলছি ভাবনা ছেড়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলে চলে আসুন। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের অন্যতম জেলা সম্পাদক পিঙ্কি ছেত্রী বলেন, আজকের সভায় ডুয়ার্সের মাল ব্লক থেকে মোর্চার পঞ্চায়েত সদস্য সমেত প্রায় ২৫০ পরিবার মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে।এদিকে সৌরভবাবু দাবি করেছেন যে, আসন্ন পঞ্চায়েত তৃণমূলকে সমর্থন করছে গোর্খা জনমুক্তি মোর্চা। পঞ্চায়েতের আগে মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু রাজনৈতিকমহলের মতে যদি সৌরববাবুর কথা ধরে নেওয়া হয় যে আসন্ন পঞ্চায়েত তৃণমূলকে সমর্থন করছে গোর্খা জনমুক্তি মোর্চা তবে তাদের দল-কে ভাঙানোর দরকার কি পড়লো ?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!