এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগেই বাম-তৃণমূল নির্বিশেষে সব শিবিরে ভাঙন ধরাচ্ছে বিজেপি

পঞ্চায়েতের আগেই বাম-তৃণমূল নির্বিশেষে সব শিবিরে ভাঙন ধরাচ্ছে বিজেপি


পঞ্চায়েত নির্বাচন যখন দোরগোড়ায় তখন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে পদ্ম শিবির। শত শত তৃণমূল ও বামকর্মী দলবদল করে আসছে গেরুয়া শিবিরের ছত্রছায়ায়। এদিন হুগলির ব্যান্ডেলে এমনই ঘটনা ঘটলো। হুগলি জেলার বিজেপি সভাপতি সুবীর নাগের হাত ধরে বিজেপি নবনির্মিত জেলা কার্যালয়ে প্রায় ২০০ জন সিপিএম ও তৃণমূল কর্মী গেরুয়া পতাকা হাতে তুলে নেন। এর মধ্যে ছিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বিজয় সিং এবং সিপিএম এর এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন একই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা এলাকায়। হেলেঞ্চা এলাকায় একটি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের দুই বারের গ্রামসভার সদস্য ও সিপিএমের লোকাল কমিটির এক সদস্য সহ প্রায় ২০০-৩০০ জন বিজেপি পতাকার তলায় আসে বলে জানা গেছে। তাঁদের হাতে পতাকা তুলে দেন বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা বিভা মজুমদার। এদিকে দলবদলের ঘটনার সাক্ষী রইলো বাঁকুড়ার ১ নম্বর ব্লকের পাতালখুরি এলাকা। এদিন পাতালখুরিতে বিজেপি কর্মিসভা অনুষ্ঠানে এলাকার মন্ডলের সভাপতি পড়ান হাঁসদা প্রায় ১২২ জন তৃণমূল ও সিপিএম কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন বলে খবর। এদিন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র আত্মবিশ্বাসের সাথে জানান, “তৃণমূলের ঘৃণ্য রাজনীতিতে বাঁকুড়ার মানুষ বিরক্ত। অবশিষ্ট বাঁকুড়ার সিংহভাগ তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেবেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!