এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের ঘুরে দাঁড়াতে নয়া পদক্ষেপ সিপিআইএম এর

ফের ঘুরে দাঁড়াতে নয়া পদক্ষেপ সিপিআইএম এর

এক সময়ের দাপুটে শাসকদল বামফ্রন্ট আজ অস্তিত্বের লড়াই করতে ব্যাস্ত। মুকুট ও গেছে সঙ্গে গেছে সমস্ত দাপট। একে একে দলের নেতা থেকে কর্মী-সমর্থকরা ভিড়েছেন অন্য দলে। বার বার ফিরে আসতে চেয়ে মরিয়া হয়েও লাভ হয়নি তেমন। কিন্তু গত মহেশতলা ভোট বামেদের উত্থান চোখে পড়েছে। ভোট বেড়েছে কিছু হলেও। ফলে আবার আশার এল দেখছে বামেরা।আর তাই সংগঠন বাড়ানোই ফের নজর দিচ্ছে বামেরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রবিবার আয়োজিত হলো বীরভূমে সিপিএম দলের জেলা কমিটির বৈঠক। দলীয় নেতা সূর্যকান্ত মিশ্র’র উপস্থিতিতে এদিনের বৈঠকে জেলা সম্পাদকমণ্ডলীতে একাধিক পরিবর্তন করা হলো। জেলা সম্পাদক মন্ডলীতে স্থান পেলেন অনেক দলের বেশ কিছু অপরিচিত কর্মী। বৈঠকের পরে জানা যাচ্ছে মনসা হাঁসদা বহাল থাকছেন জেলা সম্পাদকের পদে। এছাড়াও নতুন ও পুরনো মিলিয়ে মোট ১২ জনকে নিয়ে এদিন নতুন জেলা সম্পাদকমণ্ডলী গঠন করা হয়। নতুনদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বলরাম চট্টোপাধ্যায়, অরূপ বাগ, শ্যামলী প্রধান প্রমুখ। উল্লেখ্য রাজ্যের সদ্য আমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলায় বাম শরিক দল সিপিএম এর বরাতে এসেছিলো সাকুল্যে দু’ তিনটি আসন । তাই আগামী বছরে আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে দলের জেলা সম্পাদক মণ্ডলীতে এই পরিবর্তন আনা হলো বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। এখন দেখার যে কতটা সাফল্য পাবে বামেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!