শাসকদলের দাপুটে মন্ত্রীর হাত ধরে উত্তরবঙ্গে সিপিএম ও বিজেপিতে বড় ভাঙন বিশেষ খবর রাজ্য May 6, 2018 রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন আইনি জটে জটিল হয়ে আপাতত বিশ বাঁও জলে পরে থাকলেও, রাজ্যজুড়ে রাজনৈতিক দলবদলের ধারা অব্যাহত। গত শুক্রবার উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার পূর্ব হাতিয়াডাঙায় দুই বিরোধী দল বিজেপি এবং সিপিআইএম থেকে সব মিলিয়ে মোট ১৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব নবাগত দলীয় সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে প্রসঙ্গত, দলীয় প্রচারে গৌতমবাবু ওই এলাকায় যান। সেখানে এলাকায় শাসকদলের করা উন্নয়নের খতিয়ান তুলে ধরেই মূলত প্রচার সারেন তিনি বলে স্থানীয় সূত্রের খবর। প্রচার শেষে এক জনসভায় অংশগ্রহণ করেন উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল মন্ত্রী গৌতম দেব। সেই সভামঞ্চ থেকেই তিনি নবাগত দলীয় সদস্যদের বরণ করে নিলেন। এরপরে দলীয় জনসভা থেকে নিজের বক্তব্যে তিনি জানান, যেসব এলাকায় উন্নয়নের প্রয়োজন ছিল তা করা হয়েছে। উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না। শুধু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তৃণমূল প্রার্থীদের ভোটে জয়যুক্ত করুক সকলে মিলিতভাবে। আপনার মতামত জানান -