এখন পড়ছেন
হোম > রাজ্য > বাম-কংগ্রেস হাতে হাত মিলিয়ে তৈরি হল নতুন সংখ্যালঘু মঞ্চ, ঘুম উড়বে শাসকদলের?

বাম-কংগ্রেস হাতে হাত মিলিয়ে তৈরি হল নতুন সংখ্যালঘু মঞ্চ, ঘুম উড়বে শাসকদলের?

এবার রাজ্যের সংখ্যালঘু ভোটকে নিজেদের দখলে রাখতা আসরে নেমে পড়ল সিপিএম ও কংগ্রেস। প্রসঙ্গত, এই রাজ্যে সংখ্যালঘু ভোট একটি ফ্যাক্টর। সাম্প্রতিক কালে একের পর এক নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই সংখ্যালঘুদের বিপুল সমর্থন পেয়েছে। যার শেষ নিদর্শন মহেশতলার বিধানসভা নির্বাচন।

এমনকি সংখ্যালঘুদের মন পেতে ইমাম ভাতা সহ একাধিক ঘোষণাও করেছে রাজ্য সরকার। পাল্টা রাজ্যের এই সংখ্যালঘু প্রেমকে সংখ্যালঘু তোষণ বলে পথে নেমেছে বিজেপিও। হিন্দু ভোটকে নিজেদের দিকে টানার আপ্রাণ চেষ্টা করছে তারা। আর এহেন একটা পরিস্থিতিতে সেই সংখ্যালঘুদের নিয়েই পৃথক সংখ্যালঘু মঞ্চ তৈরি করে রাজ্যের শাসক দল তৃণমূলের ঘুম ওড়াতে চলেছে সিপিএম ও কংগ্রেস।

জানা গেছে, নামে অরাজনৈতিক উদ্যোগ হলেও রাজ্যের সংখ্যালঘু ও দলিতদের সার্বিক নিরাপত্তার দাবিতে তৈরি “আওয়াজ” নামে এক নতুন মঞ্চের পেছনে রয়েছে সিপিএম ও কংগ্রেস নেতাদের সমর্থন। সূত্রের খবর, আগামী 1 ডিসেম্বর মৌলালী যুব কেন্দ্রে একটি গণ-কনভেনশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটবে এই “আওয়াজ” এর।

এদিকে এই সংগঠনের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে অনেকে দাবি করলেও বাস্তবে দেখা গেছে এই আওয়াজের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন সিপিএমের সাইদুল হক এবং কংগ্রেসের প্রাক্তন সাংসদ সর্দার আমজাদ আলি। পাশাপাশি অশোক গঙ্গোপাধ্যায়, আনন্দ দেব মুখোপাধ্যায়, ওয়াসিম কাপুর, নিসার খান, ডা ফুয়াদ হালিম, ডা অশোকনাথ বসু, বিকাশ ভট্টাচার্যরাও এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। কেন হঠাৎ এই সংখ্যালঘু মঞ্চ তৈরি করছেন তারা?

এদিন এই প্রসঙ্গে এক সাংবাদিক বৈঠকে উদ্যোক্তাদের একাংশ জানান, গোটা দেশ ও রাজ্যের বিভিন্ন বিষয়ে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে শাসকপক্ষ স্রেফ ভোটের রাজনীতি কথা মাথায় রেখে মেকি সংখ্যালঘু দরদ দেখাচ্ছে। আর এই অবস্থা থেকে সকলকে রেহাই দিতে সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ করবে এই আওয়াজ।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, মুখে যে যাই বলুক না কেন, এই “আওয়াজ” নামক সংগঠনটি তৈরি করে আসন্ন লোকসভা নির্বাচনের আগে সিপিএম ও কংগ্রেস সংখ্যালঘু ভোটকে যে তাদের নিজেদের বাগে রাখতে চাইছে তা এককথায় বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!