এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতেই তৃণমূলকে রুখতে কলকাতার অদূরেই নীচুতলায় বাম-কংগ্রেস জোট শুরু হয়ে গেল

পঞ্চায়েতেই তৃণমূলকে রুখতে কলকাতার অদূরেই নীচুতলায় বাম-কংগ্রেস জোট শুরু হয়ে গেল

দলের শীর্ষনেতৃত্ত্বের পার্টি লাইনের দায় আছে, কিন্তু নীচুতলার কর্মীদের প্রাণে বাঁচার দায় আছে। আর তাই শীর্ষনেতৃত্ত্ব যখন ভবিষ্যৎ রূপরেখা কি হবে তা নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যস্ত, তখন কলকাতার অদূরে আমতাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট-কংগ্রেস জোট চূড়ান্ত হয়ে গেল। ইতিমধ্যেই বাইনান পঞ্চায়েতে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেছে, বাকি ১৭ টি পঞ্চায়েতেও দু-একদিনের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্থানীয় নেতৃত্ত্বের কথা অনুযায়ী, গত পঞ্চায়েতে এখানে বোর্ড গঠন করেছিল বামফ্রন্ট, পরে তা ‘দখল’ করে তৃণমূল। ২০১৬ বিধানসভা নির্বাচনেও বামফ্রন্ট-কংগ্রেস জোট করে কংগ্রেস প্রার্থীকে জেতানো হয়। মানুষের মধ্যে প্রবল তৃণমূল বিরোধী ক্ষোভ রয়েছে, আর তাই গণতন্ত্রকে বাঁচাতে এখানে শাসকদলের বিরুদ্ধে সার্বিক জোট হল। বাইনান পঞ্চায়েতের ২১ টি আসনে মধ্যে ইতিমধ্যেই বামফ্রন্ট ১১ টি আসনে মনোনয়ন জমা দিয়েছে, কংগ্রেস শীঘ্রই বাকি ১০ আসনে জমা দেবে। আর অন্যান্য পঞ্চায়েতেও দু-একদিনের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে। সকলকে রুখতে বাম-কংগ্রেস জোটের প্রয়োজনীয়তা কতটা আবারো প্রমাণিত হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!