এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে অন্যতম হেভিওয়েট বাম শরিকের অন্দরমহলে – জানুন বিস্তারিত

এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে অন্যতম হেভিওয়েট বাম শরিকের অন্দরমহলে – জানুন বিস্তারিত

যত দিন এগোচ্ছে ততোই যেন ধ্বসে পড়ছে তাদের সংগঠন। কিন্তু নেতাকর্মীরা যখন রয়েছেন তখন সেই সংগঠনকে তো রক্ষা করতেই হবে। আর তাই এবার সংগঠনের রক্ষার্থে সাংগঠনিক স্তরেই আমূল পরিবর্তন আনতে চাইছেন ফরওয়ার্ড ব্লকের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।

সূত্রের খবর, আগামীকাল থেকে শুরু হতে চলা পার্টি কংগ্রেসের মঞ্চকেই এই সাংগঠনিক পরিবর্তনের মঞ্চ হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন তারা। জানা গেছে, ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিভিন্ন রাজ্যের নেতারা কিছু প্রস্তাব লিখিত আকারে পাঠিয়েও দিয়েছেন।

আর তাই কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও বিভিন্ন রাজ্যের প্রতিনিধি দলের পক্ষ থেকে পাঠানো এই সাংগঠনিক প্রস্তাব বিবেচনার জন্য তৈরি করা হয়েছে তিন সদস্যের একটি পৃথক কমিটি। যেখানে রয়েছেন বাংলার বরুন মুখোপাধ্যায়, কেরলের জি দেবরাজন এবং পাঞ্জাবের ভি পি সাইনি। কিন্তু দলীয় স্তরে ঠিক কী কী পরিবর্তন চাইছেন ফরওয়ার্ড ব্লকের নেতা কর্মীরা?

সূত্রের খবর, দলীয় পতাকা বদল ও সাধারণ সম্পাদকের মেয়াদ নির্দিষ্ট করা নিয়ে ইতিমধ্যেই প্রবল দাবি উঠেছে ফরওয়ার্ড ব্লকের অন্দরে। কিন্তু ঠিক কী রকম পতাকা ব্যবহার করতে চাইছেন দলের নেতাকর্মীরা? জানা গেছে, বর্তমানে এই ফরোয়ার্ড ব্লকের দলীয় পতাকার লাল রংয়ের মাঝে বাঘ এবং এক কোণে কাস্তে হাতুড়ি বেষ্টিত রয়েছে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এই দল তৈরি করেছিলেন তখন পতাকার এই রং বা ডিজাইন ছিল না।

জানা যায়, সুভাষচন্দ্র বসুর সময়ে ফরওয়ার্ড ব্লকের পতাকায় আইএনএ বাহিনীর মতো তেরঙ্গার মধ্যে বাঘের চিহ্ন ছিল। পরবর্তীকালে বামপন্থী আদর্শে অনুপ্রাণিত নেতা কর্মীরা সেই রং লাল করে দেন। তাই ফের এখন সেই দলীয় স্তরের অনেক নিচু তলার নেতাকর্মীদের মধ্যে এই দাবি এবং প্রশ্ন উঠতে শুরু করেছে যে, কেন সুভাষচন্দ্র বসুর সময়কার সেই পতাকা থাকবে না!

অন্যদিকে দলের গঠনতন্ত্রের সংস্কার যে অত্যন্ত প্রয়োজনীয় তাও অনুধাবন করতে শুরু করেছেন নিচুতলার নেতাকর্মীরা। একাংশ চাইছেন, দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃত্বের মেয়াদের সময় সীমা নির্দিষ্ট করা হোক। কেননা অতীতে দেখা গেছে, প্রয়াত চিত্ত বসু থেকে অশোক ঘোষ দীর্ঘদিন ধরে এই ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক পদে ছিলেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এমনকী বর্তমান সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসও টানা 21 বছর ধরে তার এই পদে আছেন। তাই দলীয় স্তরের অনেক নিচু তলার নেতাকর্মীই চাইছেন যে, নতুন নেতৃত্ব উঠে আসুক। আর তাই এবারে দলীয় স্তরে সাংগঠনিক পরিবর্তনের জন্য দলকে এহেন প্রস্তাব দিতে শুরু করেছেন তারা। তবে শেষ পর্যন্ত নিচুতলার কর্মীদের এই আবেদনে সাড়া দিয়ে ফরোয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব তাতে কতটা সবুজ সঙ্কেত দেয় এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!