এখন পড়ছেন
হোম > জাতীয় > নোয়াপাড়া ও উলুবেড়িয়া উপনির্বাচনে শাসকদলের পাশাপাশি প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

নোয়াপাড়া ও উলুবেড়িয়া উপনির্বাচনে শাসকদলের পাশাপাশি প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

সদ্য গতকাল নোয়াপাড়া বিধানসভা ও উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর প্রত্যাশামত আজ দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শাসকদলের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রয়াত দলীয় সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভাটপাড়ার বিধায়ক তথা দলের তরফে নোয়াপাড়াতে নির্বাচনের দায়িত্ত্ব পাওয়া অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিংকে প্রার্থী ঘোষণা করেন।

আরও পড়ুন – উলুবেড়িয়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার প্রাথমিক ওপিনিয়ন পোল

অন্যদিকে এই দুই উপনির্বাচনের জন্য রাজ্য বামফ্রন্টও প্রার্থী ঘোষণা করে দিল। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হেভিওয়েট সাবিরুদ্দিন মোল্লাকে। অন্যদিকে নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী করা হয়েছে গার্গী চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত আগামী ২৯ জানুয়ারী সংশ্লিষ্ট দুটি আসনে উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ এবং ১ ফেব্রুয়ারী ভোটগণনা হবে।

আরও পড়ুন – নোয়াপাড়া উপনির্বাচন: প্রিয়বন্ধু মিডিয়ার প্রাথমিক ওপিনিয়ন পোল

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!