এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘ছোট’ নির্বাচনে শাসকদলকে উড়িয়ে ‘বড়’ জয় বামফ্রন্টের

‘ছোট’ নির্বাচনে শাসকদলকে উড়িয়ে ‘বড়’ জয় বামফ্রন্টের

জোকা কমিউনার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কার্যত ধূলিস্যাৎ করে বড় জয় ছিনিয়ে নিল বামেরা। জানা গেছে যে এখানে ১৩ টি আসনে লড়াই হয়.তার মধ্যে ১২ টি আসনে জয়লাভ করে বামেরা আর ১ টি আসন পেয়েছে তৃণমূল। যখন রাজ্যের অন্য নির্বাচনে তৃণমূল সবাইকে কুপোকাত করছে তখন বামেদের এই জয় স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!