এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রয়াত হলেন বাংলার প্রখ্যাত বামনেতা ও দেড় দশকের রাজ্যমন্ত্রী

প্রয়াত হলেন বাংলার প্রখ্যাত বামনেতা ও দেড় দশকের রাজ্যমন্ত্রী

প্রখ্যাত বামনেতা ও রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায় প্রয়াত হলেন। ৭৮ বছরের এই বামনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে আজ সকাল ১০ টা ১০ মিনিট নাগাদ অমৃতলোকের পথে যাত্রা করেন। বাম রাজনীতি করলেও বরাবরই একটু ‘অন্যরকম নায়কোচিত’ নেতা ছিলেন। ডান হাতে ঘড়ি পড়া, নিজের লাইসেন্সড রিভলভার নিয়ে মহাকরণ বা আলিমুদ্দিন স্ট্রিটে যাওয়া, সিনেমায় অভিনয় করা – মন্ত্রীত্ত্বের পাশাপাশি এইভাবেই নিজেকে স্বাতন্ত্র রাখতে ভালোবাসতেন। হুগলির তারকেশ্বর থেকে ফরওয়ার্ড ব্লকের টিকিটে বিধায়ক হতেন। ১৯৯৬ সাল থেকে ২০১১ পর্যন্ত টানা ১৫ বছর বাম মন্ত্রীসভার দমকল মন্ত্রীর দায়িত্ত্ব সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!