এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিকে হারাতে তৃণমূল নেত্রীর মহাজোটের আহ্বান নিয়ে কি অবস্থান নিচ্ছে বামফ্রন্ট? জানুন বিস্তারিত

বিজেপিকে হারাতে তৃণমূল নেত্রীর মহাজোটের আহ্বান নিয়ে কি অবস্থান নিচ্ছে বামফ্রন্ট? জানুন বিস্তারিত

আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে তৈরি হয়েছে বিজেপি বিরোধী মহাজোট। আর এই মহাজোটের সলতেকে শক্তিশালী করবার জন্য জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে ঝড় তুলতে শুরু করেছে বিজেপি বিরোধী দলগুলো। সম্প্রতি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ডাকা বিজেপি বিরোধী সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন প্রায় সমস্ত বিজেপি বিরোধী দলের নেতা নেত্রীরাই। কিন্তু আশ্চর্যজনকভাবে তৃনমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে উপস্থিত হওয়ার আগেই সেই মঞ্চে বক্তব্য রেখে চলে যান সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এমনকি মঞ্চে এসে বক্তব্য দেওয়ার সময় রাজ্যে যাই হোক না কেন, জাতীয় রাজনীতির স্বার্থে আসন্ন লোকসভা নির্বাচনে সকলকে একসাথে লড়া উচিত বলে মন্তব্য করে জল্পনা বাড়িয়ে দেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনে অনেকে মনে করেন যে, তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে লড়লেও সেই কংগ্রেস এবং সিপিএমকে নিয়ে জাতীয় স্তরে বিজেপিকে সরাতে করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়! কিন্তু তৃণমূল নেত্রী এই বার্তা দিলেও তাতে কি আদৌ রাজি হবেন বঙ্গের আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা! এই নিয়ে নানা জল্পনা-কল্পনা চলললেও অবশেষে নিজেদের মত স্পষ্ট করলেন সিপিএমের পলিটব্যুরো অন্যতম সদস্য তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন তিনি বলেন, “আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে দেশের ক্ষমতা থেকে মোদি সরকারকে হটানো প্রয়োজন। তার জন্য জাতীয় স্তরে বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ হোক এটা আমরা চাই”।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সঙ্গে তিনি জানান, “কিন্তু রাজ্য রাজনীতির বাধ্যবাধকতার প্রশ্নে বাংলায় তৃণমূলের সঙ্গে জোট করা কোনো মতেই সম্ভব না। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস যা করছে তা কেন্দ্রের বিজেপি সরকারেরই অনুকরণ। তাই এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই”। তবে শুধু সিপিএম নয়, রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, জাতীয় স্তরে যাই হোক না কেন, রাজ্যে তৃণমূলের সঙ্গে তাঁরা কোন জোটে যাবে না। তবে তৃণমূলের সঙ্গে জোট না করলেও সিপিএমের নেতারা কি কংগ্রেসের সাথে জোট করবেন? এদিন এই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, “কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। বর্তমানে সেই বিষয়টি নিয়ে ফ্রন্ট শরিকদের সঙ্গে নানা আলোচনা চলছে। সেটা শেষ হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে”।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় রাজনীতিতে যাই হোক না কেন, বাংলায় তৃণমূলের সাথে তারা যে কোনো জোট বা সমঝোতা করবে না তা প্রদেশ কংগ্রেসের পর সিপিএমের আলিমুদ্দিন স্ট্রিটের নেতারাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে তৃনমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রবল চাপে ফেলে দিলেন। প্রসঙ্গত, এর আগে বিগত ১৯ শে জানুয়ারী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি বিরোধী বৃহত্তর জোটের সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেশের মোট ২৩ দলের ২৬ জন নেতা উপস্থিত থাকলেও – তৃণমূল আমন্ত্রণে সাড়া দেন নি কোনও বাম শরিকই। আর তাই, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেস বিরোধী লড়াইও যে বামফ্রন্ট জারি রাখবে তা একপ্রকার নিশ্চিত হয়ে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!