রাজ্যে শাসকদলের ‘নতুন শাখা’, ঘোষণা হল বামফ্রন্টের ‘অফিস’ থেকে! বিশেষ খবর রাজ্য May 6, 2018 রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয়া অভিযোগ নিয়ে এলো রাজ্যের বামশিবির। দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার এদিন সিপিএমের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যকে পাশে নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের একটা নতুন শাখা তৈরি হয়েছে। শাসক দলের সেই শাখার নাম ‘পুলিশ তৃণমূল’। এরপরে এই পুলিশ তৃণমূলের বিরুদ্ধে একরাশ সমালোচনা করে তিনি বললেন ‘পুলিশ তৃণমূল’-এর কাজই হল বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা করা। এছাড়া আরও বেশ কিছু অনৈতিক কাজের সাথে যুক্ত এই পুলিশ তৃণমূল কংগ্রেস। জীবেশ বাবুর মতে সেগুলি হলো বিরোধী দলের নেতা-নেত্রীদের মিথ্যে মামলায় ফাঁসানো থেকে শুরু করে ধমক-চমক দিয়ে শাসক শিবিরের দিকে নিয়ে আসা ইত্যাদি। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে প্রসঙ্গত, কিছুদিন আগেই সিপিএমের শিলিগুড়ি মহকুমা পরিষদ সদস্য ছোটন কিস্কু তৃণমূল কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শাসকদলকে তীব্র আক্রমন করলেন জীবেশ সরকার ও অশোক ভট্টাচার্য’র মতো সিপিআইএমের শীর্ষনেতৃত্ব বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জীবেশবাবুদের দাবি, তৃণমূল কংগ্রেস ছোটন কিস্কুকে দলে নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদে অনাস্থা আনার পরিকল্পনা করছে। এদিন তৃণমূল কংগ্রেসকে কার্যত হুমকি দিয়েই সিপিএম দলের এই নেতা জানালেন, তাঁদের দল ভাঙাতে এলে নিজেরাই চুরমার হয়ে যাবে। শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলের স্বপ্ন অধরাই থেকে যাবে তৃণমূলের। এছাড়াও তিনি বললেন, অনেক তৃণমূল নেতা বামেদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা বাম শিবিরে যোগ দিতে ইচ্ছাপ্রকাশও করেছেন, এবার তাই পুলিশ দিয়ে ঘর সামলান। না হলে দল ভাঙাতে ঢিল ছুড়লে, পাটকেল খেতে প্রস্তুত থাকুন। আপনার মতামত জানান -