এখন পড়ছেন
হোম > রাজ্য > বামেদের ঠেকাতে প্রার্থী তালিকায় চমক তৃণমূলের, জেনে নিন!

বামেদের ঠেকাতে প্রার্থী তালিকায় চমক তৃণমূলের, জেনে নিন!

 

দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি পৌরসভায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে বামফ্রন্ট। কিন্তু এবার সেই শিলিগুড়ি পৌরসভা নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। যত দিন এগিয়ে আসছে, ততই শিলিগুড়ি পৌরসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় কী হবে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। জানা যাচ্ছে, বর্তমান কাউন্সিলরদের পাশাপাশি এবার নতুন মুখকে প্রার্থী করার ব্যাপারে ভাবনা-চিন্তা শুরু করেছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী 26 এপ্রিল শিলিগুড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সেই নির্বাচনের আগেই তৃণমূল নেতৃত্ব চাইছে, একাধিক নতুন মুখকে প্রার্থী তালিকায় জায়গা দিতে। যেখানে সামাজিক ব্যক্তিত্ব থেকে শুরু করে একাধিক উচ্চশিক্ষিত এবং স্বচ্ছ তরুণ মুখ তৃণমূলের প্রার্থী হবে বলে খবর। বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই গোটা শিলিগুড়ি শহর ঘুরেছে প্রশান্ত কিশোরের টিম। যেখানে বর্তমানে তৃণমূলের যে সমস্ত কাউন্সিলর রয়েছে, তারা আদৌ ভালো কাজ করছেন কিনা, তার ব্যাপারে খোঁজখবর নিয়েছে সেই টিম। আর তা থেকেই আঁচ করা হচ্ছে, অনেক বর্তমান কাউন্সিলরদের এবার টিকিট কাটা যেতে পারে। যার ফলে সেই জায়গায় আসতে পারে নতুন এবং তরুণ প্রজন্মের ব্যক্তিরা। এদিন এই প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, “নতুন, পুরনো মিলিয়েই প্রার্থী তালিকা হবে এবং আমাদের তালিকা সেরা হবে বলে আশা রাখছি। তবে এই ব্যাপারে দলের রাজ্য কমিটি যা নির্দেশ দেবে, তাই হবে।” এখন গোটা পরিস্থিতি কোন দিকে এগোয়, বামেদের কাছ থেকে শিলিগুড়ি পৌরসভা নিজেদের দখলে নিতে তৃণমূল কতটা নতুন মুখ নিয়ে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!