শুভেন্দু-গড়ে উলটপুরান! তৃণমূল, বিজেপিকে হারিয়ে সব আসনে জয়ী বামফ্রন্ট বিশেষ খবর রাজ্য January 9, 2018 গতকাল রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসাবে পরিচিত তমলুকে হল উলটপুরান। গতকাল তমলুকের ইজ্জত গাড়ুপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের পরাজিত করে বামেরা নটি আসনের সবকটিতেই জয়লাভ করে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তমলুকের অনন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের ইজ্জত গাড়ুপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে সকল থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে, পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই তমলুক থানার বড় পুলিসবাহিনী ঘটনাস্থলে উপস্থিত, ফলে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। কিন্তু দিনের শেষে ত্রিমুখী লড়াইয়ে সমস্ত বামপ্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করেন, স্বচ্ছতার সঙ্গে সমিতি চালানোর জন্যই মানুষ তাঁদের উপর আস্থা রেখেছেন বলে দাবি স্থানীয় বামনেতৃত্ত্বের। আপনার মতামত জানান -