এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লাইন লাগিয়েছেন তৃণমূল বিধায়করা? কবে থেকে শুরু হচ্ছে বিজেপিতে যোগদান? ফাঁস করলেন বিজেপি সাংসদ

লাইন লাগিয়েছেন তৃণমূল বিধায়করা? কবে থেকে শুরু হচ্ছে বিজেপিতে যোগদান? ফাঁস করলেন বিজেপি সাংসদ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই কোচবিহারে তৃণমূল বিধায়ক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা মিহির গোস্বামী দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন। প্রশান্ত কিশোরের বিরুদ্ধেই প্রথম ক্ষোভ প্রকাশ করেন তিনি। কিন্তু মিহির গোস্বামীকে কোনভাবেই তৃণমূল শিবিরের পক্ষ থেকে ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি। শেষমেষ তিনি 27 নভেম্বর গেরুয়া শিবিরে যোগদান করেছেন। আর এবার বিজেপির পক্ষ থেকে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক পরিমাণে তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করবেন। আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য।

কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর দলত্যাগের পর থেকেই তৃণমূলের ভাঙ্গন শুরু হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে নিয়েও চলছে তীব্র জল্পনা তৃণমূল শিবিরে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, যে কোনদিন শুভেন্দু অধিকারী এবার দল ছাড়তে পারেন। ইতিমধ্যেই তিনি তাঁর মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন। অক্টোবরের শুরু থেকেই মিহির গোস্বামী তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন। নিজের ঘনিষ্ঠ নেতা জেলা কমিটিতে স্থান না পাওয়ায় প্রশান্ত কিশোরের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন মিহির। এমনকি নিজের দলীয় অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতীক পর্যন্ত মুছে দিয়েছিলেন তিনি।

এরপরেই তাঁর সঙ্গে দেখা করেন কোচবিহারের বিজেপি সংসদ নিশীথ প্রামানিক। একইভাবে মিহির গোস্বামীকে তৃণমূলে থাকার অনুরোধ নিয়ে তাঁর বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু বাড়িতে গিয়েও সে সময় দেখা পাননি মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পরে অবশ্য তিনি আবারও মিহির গোস্বামীর বাড়িতে যান এবং তাঁকে দেখা করে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে যে কোনো ফল হয়নি সে কথা বোঝাই যাচ্ছে। মিহির গোস্বামী সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে জানিয়েছিলেন, তৃণমূল এখন আর দিদির হাতে নেই। এরপর 27 নভেম্বর তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পরেই তিনি তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিভিন্ন দুর্নীতি এবং কাটমানির বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এদিন দাবি করেন তৃণমূল কংগ্রেসে শুরু হতে চলেছে ব্যাপক ভাঙ্গন। তবে তিনি কারোরই নাম করেননি। অন্যদিকে তৃণমূলের ভাঙনের ব্যাপারে আরেক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এ দিন জানান, মুখ্যমন্ত্রীকে যেকোনো সময় রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ডাকতে পারেন। কারণ ম্যাজিক ফিগারও তৃণমূলের হাতে থাকবে না বলেই তিনি দাবী করেন। তবে নিশীথ প্রামানিক যেভাবে সোমবার থেকে তৃণমূলে ভাঙ্গনের ব্যাপারে নির্দিষ্ট করে বলেছেন তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি নিজের সম্পর্কে বলতে গিয়ে অবশ্য জানিয়েছেন, কোনমতেই তিনি বিজেপিতে যোগ দেবেন না।

এমনকি বিজেপিকে সাম্প্রদায়িক দল বলেও তিনি কটাক্ষ করেছেন। পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন, জীবিত থাকাকালীন তিনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কাজ করবেন। অন্যদিকে কোচবিহারের বিজেপি সাংসদ এদিন তৃণমূলের বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তিনি জানান, সিবিআইয়ের নজরে রয়েছে কয়লা মাফিয়ারা। আপাতত সেই মাফিয়াদের সঙ্গে কার কার যোগাযোগ রয়েছে, সে কথা ও খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে বলে দাবী করেন। আর প্রসঙ্গত গত শুক্র ও শনি পশ্চিমবঙ্গ ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও একযোগে তল্লাশি চালায় সিবিআই। এফআইআর-এ পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার নাম রয়েছে। আর তার খোঁজই চালাচ্ছে সিবিআই।

সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে উত্তরবঙ্গসহ রাজ্যজুড়ে তৃণমূল শিবিরের অবস্থা যথেষ্টই সংকটজনক। বিজেপি সংসদের দাবি অনুযায়ী যদি এবার তৃণমূল বিধায়করা গেরুয়া শিবিরে যোগ দেন, তাহলে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল শিবির যে চরম বিপর্যয়ের মুখোমুখি হবে সে কথা বলাই বাহুল্য বলে মনে করছে রাজনৈতিক মহল। আপাতত তৃণমূল বিধায়কদের দলবদল আটকাতে রাজ্যের শীর্ষ তৃণমূল নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করেন, সেদিকেই এখন নজর সবার।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!