এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার লকডাউনের মধ্যেই বড়সড় দুঃসংবাদ মাদ্যপ্রেমীদের জন্য! আকাশছোঁয়া হতে চলেছে মদের দাম!

করোনার লকডাউনের মধ্যেই বড়সড় দুঃসংবাদ মাদ্যপ্রেমীদের জন্য! আকাশছোঁয়া হতে চলেছে মদের দাম!

করোনা ভাইরাসকে আটকাতে এমনিতেই চলছে লকডাউন। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া আর সমস্ত কিছু বন্ধ। আর এতে চরম সমস্যায় পড়েছেন সুরাপ্রেমীরা। গৃহবন্দি থাকা তাদের কাছে স্বাভাবিক ব্যাপার হলেও, হালকা সুরা না হলে মোহভঙ্গ হচ্ছেন তারা। যেন তেন প্রকারেণ পাচার চক্রের সাহায্য নিয়ে মদ্যপান করার আপ্রাণ চেষ্টা করতে দেখা যাচ্ছে একাংশকে। কিছুদিন আগে এটাও খবর পাওয়া গিয়েছিল যে, রাজ্য সরকার মদের হোম ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

যদিও বা পরবর্তীতে তা একদমই ভিত্তিহীন বলে জানিয়ে দেয় প্রশাসন। আর এবার সুরাপ্রেমীদের অস্বস্তি বাড়িয়ে দিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। কি সেই সিদ্ধান্ত? সূত্রের খবর, রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দেশী-বিদেশী সব ধরনের মদে কুড়ি শতাংশ অতিরিক্ত আবগারি কর চাপানো হবে। অর্থাৎ এর ফলে বর্তমানে মদের যে দাম রয়েছে, তার থেকে 30 শতাংশ বেশি দামে কিনতে হবে সুরাপ্রেমীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত লকডাউন উঠে গেলেই মদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি কার্যকর হবে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্য সরকারের এহেন সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। কেননা এর ফলে করোনা মোকাবিলা করতে রাজ্য সরকারের ভাঁড়ারে যে টান পড়েছে, তার যদি কিছু বাড়তি অর্থ উঠে আসে, তাহলে তা সাধারন মানুষের কাজে লাগবে। পাশাপাশি নেশাপ্রেমী জনসাধারণকে অতিরিক্ত খরচের জন্য নেশা থেকে মুক্তি দেওয়া যাবে বলেও মনে করছে একাংশ।

তবে নেশা যাদের রন্ধ্রে রয়েছে, তারা আদৌ চড়া দামের কাছে নতিস্বীকার করবে কিনা, তা নিয়ে ধন্দ থেকেই যাচ্ছে। অনেকে রসিকতা করে বলছেন, বিখ্যাত সিনেমায় উত্তম কুমারের গলায় শোনা গিয়েছিল, “এইতো জীবন, যাক না যেদিকে যেতে চায়, বেয়ারা চালাও ফোয়ারা…..” – আর এই সুরার ফোয়ারা ওড়ানোর জন্য লকডাউনের সময় যেভাবে সুরাপ্রেমীদের মনে বাসা বেঁধেছিল, তাতে যেভাবে রাজ্য প্রশাসন খাঁড়ার ঘা আনল, তা কতটা কার্যকর হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!