সুরাপ্রেমীদের জন্য সুখবর! কাল থেকে খুলছে মদের দোকান! কবে, কোথায়, কিভাবে পাবেন – জেনে নিন কলকাতা রাজ্য May 3, 2020 মারণ ভাইরাস করোনাকে ঠেকাতে ভারতে চলছে লকডাউন। প্রথম দু ধাপের লকডাউন শেষ হতে চলেছে আজ মধ্যরাত্রে। কিন্তু তার আগেই এক নির্দেশিকায় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে দেশে আরও ১৪ দিনের জন্য তৃতীয় ধাপের লকডাউন চালু থাকবে। এই লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য পাওয়া গেলেও – চরম সমস্যায় পড়েছিলেন সুরাপ্রেমীরা। মদের দোকান এই সময়ে সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তবে লুকিয়ে চুরিয়ে চলছিল মদের ব্যবসা। ফলে, নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সুরাপ্রেমীই জানিয়েছিলেন – তাঁরা চরম সমস্যার মুখে পড়েছিলেন। কেননা, এরফলে তাঁদের চড়াদামে মদ কিনতে হচ্ছিল। ১০০ টাকার মদের বোতল প্রায় ৮০০-৯০০ টাকা গচ্চা দিয়ে তবেই মিলছিল। ফলে, বারেবারেই মদের দোকান চালু করার বা মদের হোম ডেলিভারি দেওয়ার জন্য আবেদন করতে থাকেন সুরাপ্রেমীরা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - লকডাউন চলাকালীনই একসময় রোতে যায় – মদের হোম ডেলিভারি শুরু করা হবে। পরবর্তী কালে যদিও জানিয়ে দেওয়া হয় – এইরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। ফলে চূড়ান্ত অসুবিধার মুখে পড়েছেন বলে অভিযোগ জানাতে থাকেন সুরাপ্রেমীরা। এদিকে তৃতীয় বারের জন্য লকডাউন চালু হলেও – স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে – এবার মদের দোকান খোলা যাবে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে – গ্রীন বা অরেঞ্জ জোনে মদের দোকান খুলতে কোনো অসুবিধা নেই। রেডজোনে খোলা যাবে কিনা – তা নির্ভর করছে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের উপরে। তবে কোনো শপিং মলে বা মার্কেট কমপ্লেক্সে মদের দোকান থাকলে তা খোলা যাবে না। শুধুমাত্র ‘স্ট্যান্ড অ্যালোন’ মদের দোকানই আপাতত খোলা যাবে। সকাল ১০ তা থেকে সন্ধ্যে ৬ তা পর্যন্ত খোলা যাবে মদের দোকান। তবে, কোনো বার, পাব বা রেস্টুরেন্টে মদ পরিবেশন করা যাবে না। মদের দোকানে বা বারে বসে মদ্যপান করা যাবে না। মদ কিনে নিয়ে বাড়িতে চলে যেতে হবে। মদের দোকান খোলা হলেও, সেখানে পুরোপুরি সোশ্যাল ডিস্ট্যানসিং রাখতে হবে। অযথা ভিড় করা যাবে না। সংশ্লিষ্ট মদ্য ব্যবসায়ীরা জানিয়েছেন – তাঁরা কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই পুনরায় মদ বিক্রি করতে প্রস্তুত। আর এর ফলে অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন মদ্যপ্রেমীরা। আপনার মতামত জানান -