এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > জনবহুল জায়গায় সরকারি মদের দোকানে আগুন লাগিয়ে দিলেন প্রমিলা বাহিনী – এই বাংলার বুকেই!

জনবহুল জায়গায় সরকারি মদের দোকানে আগুন লাগিয়ে দিলেন প্রমিলা বাহিনী – এই বাংলার বুকেই!


মদের দোকান খোলাকে ঘিরে বিভিন্ন সময়েই উত্তপ্ত হতে দেখা গেছে এই রাজ্যকে। বিভিন্ন পরিবারের গৃহিনীরা তাঁদের পরিবারের সদস্যরা সেই মদ্যপানের দ্বারা আক্রান্ত হওয়ায় বিভিন্ন সময় সোচ্চার হয়েছিলেন। এমনকি এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মদের দোকানেও আক্রমন চালাতেও দেখা গেছে সেই মহিলাদের। আর এবার জনবহুল এলাকায় মদের দোকান খোলাকে কেন্দ্র করে সরকারি মদের দোকানে চড়াও হতে দেখা গেল কয়েকশো মহিলাকে। আর যে ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল নদীয়ার তেহট্ট মহকুমার বেতাই এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, এই রাজ্যে যে একেবারেই মদের দোকান খোলা বেআইনি এমনটা নয়। মদের দোকান খুলতে গেলে সরকারিভাবে আবগারি দপ্তরের অনুমতি নিতে হয়। আর সেই মতই আবগারি দপ্তরের অনুমতি নিয়েই বেতাইয়ের কৃষ্ণনগর- করিমপুর রোডের কাছে তৈরি হয়েছিল একটি মদের দোকান। তবে আনুষ্ঠানিকভাবে এখনও সেটি উদ্বোধন হয়নি। সূত্রের খবর, বুধবার সকালে ওই অনুমোদনপ্রাপ্ত দোকানে মদের ক্রেট নামাচ্ছিলেন কিছু কর্মী। আর সেই সময়ই হাতে দাঁ এবং বাস নিয়ে হাজির হন প্রায় একশোর মতো মহিলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ, ভেতরে মদের ক্রেট ঢোকানো দেখেই ক্ষিপ্ত হয়ে সেই প্রমিলা বাহিনী কয়েক লক্ষ টাকার মদের ক্রেটে আগুন ধরিয়ে দেয়। এদিকে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় এসে কোনরকমে এই ঘটনাকে নিজেদের হাতের মুঠোর মধ্যে নিয়ে আসে তেহট্ট থানার পুলিশ। তবে প্রমিলা বাহিনীর এই অভিযানকে এলাকাবাসীদের অনেকে সাধুবাদ জানালেও এই ব্যাপারে নদীয়া জেলা আবগারি দফতরের কর্তা সঞ্জয় ভদ্র বলেন, “জনবহুল এলাকায় মদের দোকান খোলা নিয়ে যদি কারও আপত্তি থাকে তাহলে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হতে পারতেন”।

এই প্রসঙ্গে অবশ্য বিরোধীরা প্রমীলা বাহিনীর পাশেই দাঁড়াচ্ছেন। তাঁদের কথায়, রাজ্যে একের পর এক মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার নিজেদের রাজস্ব বাড়াবার জন্য, কিন্তু এরফলে একদিকে যেমন গরিব পরিবারগুলি নিঃস্ব হয়ে যাচ্ছে, তেমনই দিকে দিকে দেখা যাচ্ছে সামাজিক অবক্ষয়। আর এর ফলে যে পরিবারগুলি সর্বস্বান্ত হচ্ছে তাঁরাই বুঝবেন এর যন্ত্রনা। সব মিলিয়ে এবার জনবহুল জায়গায় সরকারি মদের দোকান খোলা নিয়ে সেই মদের দোকানেই আগুন লাগিয়ে দিয়ে নিজেদের সাহসিকতার পরিচয় দিলেন এলাকার প্রমিলা বাহিনীরা বলেই মত বিরোধী রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!