এখন পড়ছেন
হোম > অন্যান্য > সামান্য এই নিয়ম গুলো মেনে চললেই পেতে পারেন মাথা ভর্তি লম্বা ঘন কালো চুল, তাও বাড়িতেই

সামান্য এই নিয়ম গুলো মেনে চললেই পেতে পারেন মাথা ভর্তি লম্বা ঘন কালো চুল, তাও বাড়িতেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মেয়েদের লম্বা চুলের মায়া চিরকালের। আর সেই চুলকে কালো রাখতে, সুন্দর করে তুলতে তারা করতে পারেন না হেন কাজ নেই। চোখ, ত্বক বা দাঁতের মতো চুলও যে মানুষকে কতটা আকর্ষণীয় করে তুলতে পারে তা বলা বাহুল্য। তবে এই দূষণের পরিবেশে চুলকে সুন্দর, দূষণমুক্ত, ঝলমলে, কালো রাখতে কি উপায়ে বেছে নিলে পেতে পারেন সুফল? জেনে নিতে পারেন এখনি।

প্রথমত:- আপনার প্রতিদিনের ডায়েটে তিন থেকে চার লিটার জল বাধ্যতামূলক করতে হবে। কারণ আপনার দেহে জলের পরিমাণ আপনার চুলকে সঠিকভাবে হাইড্রেটেড করতে পারবে। সেক্ষেত্রে আপনার চুল হয়ে উঠবে সুন্দর।

দ্বিতীয়তঃ- শুধুমাত্র জলই নয়, সাথে প্রয়োজন সুষম খাবারের। তারমধ্যে সবুজ শাকসবজি, কলা, মরসুমি ফল, বাদাম, ছোলা প্রভৃতি রাখতে পারেন।

তৃতীয়তঃ-  প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত ৩ দিন চুলে হট অয়েল ম্যাসাজ করতে পারেন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভালো হয় এবং চুল তাড়াতাড়ি বৃদ্ধি পায়।

চতুর্থত:- যে চিরুনি আপনি ব্যবহার করছেন সেই চিরনি টিকে হতে হবে পরিষ্কার। কারণ কোন ব্যাকটেরিয়া বা ফাংগাস থাকলে সেই চিরুনি থেকে আপনার চুলের গোড়ায় নানারকম ইনফেকশন হতে পারে।

পঞ্চমত:- আপনার চুলের ধরন হিসাবে বেছে নিতে পারেন আপনার শ্যাম্পু। চুলের গোড়ায় সরাসরি শ্যাম্পু ব্যবহার না করে, প্রথমে হাতের তালুতে অল্প পরিমাণ শ্যাম্পু নিয়ে তাতে জল দিয়ে ফেনা করে নিয়ে আপনার মাথায় দিন। একেবারে সরাসরি আপনার চুলের গোড়ায় শ্যাম্পু ব্যবহার না করাই ভালো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ষষ্ঠত:- চেষ্টা করবেন তিন মাস অন্তর অন্তর চুলের ডগা কেটে নিতে। এর ফলে স্প্লিট এন্ডস এর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ফলে চুল তাড়াতাড়ি বৃদ্ধি পায়।

সপ্তমত:- চুল ভালো করার জন্য ঘুম খুব বেশি প্রয়োজন। কারণ হরমোনের সঙ্গে আমাদের চুল বাড়ার বা ভালো থাকার একটি সম্পর্ক রয়েছে। ভালো ঘুম হলে তাই সুন্দরভাবে চুল বেড়ে উঠতে পারে।

এছাড়া করোনা আবহে বন্ধ সব পার্লার। তাই সেইসঙ্গে বাড়িতে বসে করতে পারেন এমন কয়েকটি প্যাকের হদিশ রইলো।

* দু চামচ টক দই এর সঙ্গে এক চামচ লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে মাখতে পারেন।

* অল্প মেথি গুঁড়ো করে টক দই আর মধু দিয়ে মিশিয়েও লাগাতে পারেন চুলের গোড়ায়।

* ভিটামিন ই ক্যাপসুল তেলের মধ্যে মিশিয়ে লাগলেও উপকার পাওয়া যায়।

তবে দেরি না করে আজই আপনার পছন্দের প্যাকটি বানিয়ে ফেলুন। কে বলতে পারে আপনিও হয়ে উঠতে পারেন সুন্দর চুলের অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!