এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > LIVE: তৃণমূলের একুশের শহীদ সমাবেশ- তৃণমূল সরকার থাকলে সারাজীবন ফ্রীতে রেশন, শিক্ষা, স্বাস্থ্য

LIVE: তৃণমূলের একুশের শহীদ সমাবেশ- তৃণমূল সরকার থাকলে সারাজীবন ফ্রীতে রেশন, শিক্ষা, স্বাস্থ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আজ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। ১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বান্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান উপলক্ষে ধুন্ধুমার কান্ড হয় কলকাতার রাজপথে। শহীদ হন যুব কংগ্রেস কর্মীরা। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরী করলেও – শহীদ দিবস পালন করেন প্রতি বছর ২১ শে জুলাই। করোনা অতিমারীতে এবার ধর্মতলার বদলে অনলাইনে হচ্ছে তৃণমূলের শহীদ দিবস। বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় –

# এ বছর ধর্মতলায় শহীদ দিবস করতে না পারায় ব্যথিত মমতা বন্দ্যোপাধ্যায়
# কিন্তু, করোনা অতিমারীতে মানুষের প্রাণ তাঁর কাছে আগে বলেই এই সিদ্ধান্ত বলে জানালেন
# আগামী বছর একুশের মহাযুদ্ধে বিশাল ব্যবধানে জেতার পর একুশে জুলাই ঐতিহাসিক সমাবেশ করার অঙ্গীকার তাঁর
# শহীদদের ভোলে নি তৃণমূল কংগ্রেস, রাজ্যসভার সাংসদ দোলা সেনকে ব্যক্তিগতভাবে প্রত্যেক শহীদ পরিবারে পাঠিয়েছিলেন তিনি

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

# তমনোষ ঘোষ ও অনিল অধিকারীর মৃত্যুতে শোক প্রকাশ
# আমপান, কোভিড চললেও উন্নয়ন থেমে নেই
# আমপানে প্রায় সব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণম পৌঁছে দেওয়া হয়েছে
# বিজেপি সিপিএম কংগ্রেস এই নিয়ে শুধু রাজনীতি করছে

# তৃণমূল একুশে ক্ষমতায় ফিরলে সারাজীবন ফ্রীতে রেশন, শিক্ষা, স্বাস্থ্য
# ইনকাম অন্য জায়গা থেকে করব, বাটোয়ারা করে দেব সাধারণ মানুষের মধ্যে
# বিজেপি কেন্দ্র থেকে সাংবাদিক থেকে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রেখেছে
# দেশে এনকাউন্টার-রাজ চলছে
# তৃণমূলকে ভয় দেখিয়ে থামিয়ে রাখা যাবে না
# বাংলাকে শাসন করবে বাংলার মানুষ, বহিরাগতরা
# এনপিআর-এনআরসি নিয়ে আন্দোলন মানুষ ভুলবে না
# শুধু লড়াই লাগিয়ে দেওয়া এদের কাজ

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!