এখন পড়ছেন
হোম > অন্যান্য > সামান্য লিভার প্রবলেম জীবনে ডেকে আনে চরম জটিলতা! দেরী হওয়ার আগে এই উপসর্গ সম্পর্কে জানুন

সামান্য লিভার প্রবলেম জীবনে ডেকে আনে চরম জটিলতা! দেরী হওয়ার আগে এই উপসর্গ সম্পর্কে জানুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লিভার মানুষের জীবনের সবথেকে জরুরী অঙ্গ। কথায় বলে যার পেট ঠিক থাকে, তার সব ঠিক থাকে। কিন্তু যদি পেট খারাপ হয়, তবে আসতে আসতে শরীরে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। তবে চিকিৎসকদের মতে আজকাল মানুষের সব থেকে বেশি পেটের সমস্যাতেই নাজেহাল হন।

বর্তমান যুগে মানুষ ব্যস্ত কাজের তাগিদে। তাই নিয়ম মেনে খাওয়ার সময় নেই। তাড়াহুড়োতে মুখে কিছু একটা পুরে দিয়ে বেরিয়ে গেলেই হল। সেই সঙ্গে বাইরে খাওয়া থেকে শুরু করে অনেক্ষণ না খেয়ে থাকা, সব মিলিয়ে সমস্যা তৈরি হয়। নিজের কাজের দিকে নজর রাখতে গিয়ে কখন যে আমরা শরীরটাকেই অবহেলা করতে শুরু করি, তা বুঝতেও পারিনা।

বর্তমান পরিস্থিতিতে লোকডাউন একটি শিথিল হয়ে এসেছে। কোথাও কর্মক্ষেত্রে যেতে হলেও বেশিরভাগ মানুষই ওয়র্ক ফ্রম হোম করেছেন। ফলে সারাদিন ল্যাপটপের সামনে বসে খাবার ইচ্ছে চলে যাচ্ছে সকলের। আর চিকিৎসকদের মতে সমস্যা শুরু হচ্ছে এতেই।

তবে ডাক্তারদের কথায় বিশেষ কিছু যত্ন নিলেই এর থেকে রেহাই পাওয়া যাবে। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে কিছু লক্ষনের। তবে শরীরে ঠিক কোন লক্ষণ দেখে আপনি বুঝে যাবেন যে গড়বড় করছে লিভার? জেনে দেখুন কি বলছেন ডাক্তাররা।

হঠাৎ করে যদি আপনার খাওয়া-দাওয়াতে অনীহা দেখা যায়, তাহলে ডাক্তারের মনে করেন এটা আপনার লিভার থেকে হতে পারে। কারণ লিভার যেহেতু আমাদের হজম সংক্রান্ত সমস্ত রকম দিক দেখভাল করে, তাই সাধারণত লিভারের সমস্যা থেকেই খাওয়ার সম্পর্কিত অনীহা দেখা দিতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া যদি খাবার দেখলেই বমি পায় বা মুখের রুচি না হয়, সারাক্ষণই একটা মুখে তেতো ভাব থাকে, তাহলে সেটাও কিন্তু লিভারের সমস্যার কারণে হতে পারে বলে মনে করা হয়। অন্যদিকে যেহেতু পাঁজরের নিচে ডান দিকে লিভার অবস্থান করে সেহেতু এমন স্থানে ব্যথা অনুভব করাও লিভারের সমস্যার ইঙ্গিত দিতে পারে।

তবে যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে, তবে ডাক্তারদের মতে দেরি না করে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শুধুমাত্র লিভারের সমস্যা বা হজমের গন্ডগোল থেকে অনেক সময় লিভার বেড়ে যাওয়া, ফ্যাটি লিভারের মত সমস্যা দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না করালে, সেখান থেকে সিরোসিস অফ লিভার হবার সম্ভাবনা থাকে বলে মনে করেন অনেকে।

এছাড়া অনেক সময় যদি আপনার মলমূত্রের রং পাল্টে যায়, তাহলেও কিন্তু তা লিভারের সমস্যা থেকে হতে পারে বলে মনে করা হয়। সেই সঙ্গে চোখের সাদা রং গায়ের চামড়া হলুদ হতে শুরু করে তাহলেও লিভারের সমস্যা হতে পারে। সাধারণত বিলিরুবিনের অভাবে গায়ের চামড়া বা চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় বলে মনে করা হয়।

আর বিলিরুবিন কমে যাওয়া কিন্তু জন্ডিসের একটা অন্যতম কারণ, যা পরবর্তীকালে হেপাটাইটিসের আকার ধারণ করতে পারে। যে কারণে চামড়া হলুদ হয়ে গেলে বা চোখের সাদা অংশ হলুদ হয়ে গেলেও ডাক্তারের পরামর্শ নেয়া উচিত বলে মনে করেন অনেকে।

এছাড়া আপনার দেহের কোনো অংশ যদি হঠাৎ করে শুষ্ক হতে শুরু করে, তাহলে সেটাকে ত্বকের সমস্যা ভেবে ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে লিভারের সমস্যা থেকেও এরকম সমস্যা হয়ে থাকে। তাই আপনার লিভারের যত্ন নিতে আজ থেকেই খেয়াল রাখতে পারেন এই লক্ষণগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!