এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কবে থেকে চালু হচ্ছে লোকাল-মেট্রো ট্রেন? নিজেদের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু, বাড়ছে জল্পনা

কবে থেকে চালু হচ্ছে লোকাল-মেট্রো ট্রেন? নিজেদের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু, বাড়ছে জল্পনা


করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় অনেকদিন ধরেই পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। সম্প্রতি সেই লকডাউন কিছুটা শিথিল হয়ে যাওয়ায় বেশকিছু পরিবহন ব্যবস্থা সচল হতে শুরু করেছে। তবে একদিকে ভিড়ের ভয় এবং অন্যদিকে সামাজিক দূরত্বকে মান্যতা দেওয়া, এই দুইকে রক্ষা করতে গিয়ে এখন রীতিমতো হিমশিম অবস্থা রেল কর্তৃপক্ষের। তাই এমতাবস্থায় রাজ্যের সঙ্গে আলোচনা করেই সমস্ত বিষয়টি এগিয়ে নিয়ে যেতে চাইছে রেল কর্তৃপক্ষ। \

তবে মেট্রোর ব্যাপারে রাজ্যের সঙ্গে রেল কর্তৃপক্ষ কথা বলতে চাইলেও, লোকাল ট্রেন চালু না হলে অফিস যাত্রীরা অনেকটাই সমস্যায় পড়বে বলে মনে করা হচ্ছে। তাই সেদিক থেকে লোকাল ট্রেন নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের। জানা গেছে, এদিন দুই গণপরিবহন ব্যবস্থা সচল করতে সাংবাদিক বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তিনি বলেন, “রেলমন্ত্রককে বসে থাকলে চলবে না। লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা 100% স্বাভাবিক করতে তাদেরকেই উদ্যোগী হতে হবে।” তথ্য অনুযায়ী জানা গেছে, লোকাল ট্রেনে প্রায় 20 লক্ষ 50 হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। অন্যদিকে কলকাতায় মেট্রো ট্রেনে চড়ে প্রায় 7 লক্ষ মানুষ। তাই এত সংখ্যক মানুষ যদি প্রতিনিয়ত যাতায়াত করতে শুরু করেন, তাহলে সামাজিক দূরত্ব সম্পূর্ণরূপে বিঘ্নিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে বাড়তে পারে করোনা ভাইরাসের প্রকোপ। আর তাই এই বিষয়টিকে মাথায় রেখেই এখন চিন্তার ভাঁজ পড়েছে রেল কর্তাদের কপালে।

এদিন এই প্রসঙ্গে রেলের এক আধিকারিক বলেন, “শহরের মাঝ বরাবর মেট্রো চলে। অনিয়ন্ত্রিত যাত্রীসংখ্যা। ভিড় সামলাতে না পারলে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।” তবে রেল কর্তৃপক্ষ এই ব্যাপারে রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাইলেও, রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে রেল এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে রেল মন্ত্রকের সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়ে দিলেন, তাতে রেল মন্ত্রকের ওপর অনেকটাই চাপ পড়বে বলে মনে করা হচ্ছে।

এখন এই ব্যাপারে রাজ্যের পরিবহনমন্ত্রী কেন্দ্রের উপর সমস্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছেড়ে দিলেও, কবে পরিষেবা স্বাভাবিক হয় এবং পরিষেবা স্বাভাবিক হলেও সামাজিক দূরত্বকে কতটা মান্যতা দেওয়া যায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!