এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকাল ট্রেনের পর এবার মেট্রো, বিধি নিষেধের বেড়াজালে কাটছাট পরিষেবা, সমস্যায় আমজনতা

লোকাল ট্রেনের পর এবার মেট্রো, বিধি নিষেধের বেড়াজালে কাটছাট পরিষেবা, সমস্যায় আমজনতা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে করোনা সংক্রমণ তীব্রভাবে বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার অতিক্রম করেছে। যার মধ্যে সর্বাধিক উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে মহানগরীকে ঘিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ থেকে রাজ্যে জারি হল বেশ কিছু বিধিনিষেধ। সন্ধের পর বন্ধ করে দেওয়া হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। মেট্রো পরিষেবা বন্ধ না হলেও বেশকিছু নিয়ম জারি করা হলো।

এখন থেকে ৫০ % যাত্রী নিয়ে চলবে মেট্রো ট্রেন। তবে, ট্রেনের সংখ্যা কমানো হলো। ২৭৬ টি মেট্রো ট্রেন এতদিন চালানো হতো। এখন থেকে চালানো হবে ২৭০ টি মেট্রো। দিনের প্রথম ট্রেন ছাড়ার সময় সকাল সাতটা, এই সময় অপরিবর্তিত রাখা হলো। কিন্তু রাতের শেষ ট্রেন ছাড়ার সময় এগিয়ে আনা হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাবার শেষ মেট্রো ট্রেন ছাড়ে রাত ৯ টা বেজে ১৮ মিনিটে, যার সময় এগিয়ে করে দেয়া হলো রাত ৮ টা বেজে ৪৮ মিনিট। আবার দমদম থেকে কবি সুভাষ যাবার শেষ মেট্রো ট্রেন রাত ৯টা বেজে ৩০ মিনিটে ছাড়ে। এর সময় এগিয়ে করে দেয়া হয়েছে রাত ৯ টা। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাবার শেষ মেট্রো ট্রেন ছাড়ার সময় ছিল রাত ৯ টা বেজে ৩০ মিনিট, এর সময় এগিয়ে করে দেয়া হয়েছে রাত ৯ টা।

এছাড়াও আজ থেকে টোকেন বন্ধ করে দেয়া হলো। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে মেট্রো চড়া যাবে। এদিকে আজ অফিসের সময়ও ৫০% যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা চালু রাখার কথা ছিল। কিন্তু প্রচন্ড ভিড় দেখা যায় মেট্রো রেলে। স্বাস্থ্যবিধি অমান্য করে ঠাসাঠাসি, গাদাগাদি করে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!