এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > লকডাউনে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কার মধ্যেও প্রচুর কর্মী নিয়োগ! খুশির হাওয়া!

লকডাউনে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কার মধ্যেও প্রচুর কর্মী নিয়োগ! খুশির হাওয়া!

করোনা ভাইরাসকে আটকাতে বিশ্বের প্রায় প্রতিটি দেশ এখন লকডাউনের রাস্তা বেছে নিয়েছে। কোনো মতেই করোনা ভাইরাস আয়ত্তে না আসায় সকলেই চেষ্টা করছেন, লকডাউনের রাস্তাকে বেছে নিয়ে এই ভাইরাসকে আটকাতে। কেননা এখনও পর্যন্ত এর প্রতিষেধক পাওয়া যায়নি‌। ফলে প্রতিষেধক হিসেবে ব্যবহার হচ্ছে লকডাউন। কিন্তু দীর্ঘদিন ধরে দেশ লকডাউন থাকলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না অনেকেই।

অনেকেই দাবি থেকে,এই অবস্থা থেকে ওঠার পর প্রচুর বেসরকারি সংস্থার কর্মী ছাঁটাই হতে পারে। প্রবল সমস্যার মুখে পড়তে পারেন সাধারন মানুষ। আর লকডাউনের পর অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে কর্মী ছাঁটাই কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে যখন সকলেই শঙ্কায়, ঠিক তখনই অ্যামাজনের পক্ষ থেকে 75 হাজার অতিরিক্ত কর্মী নিয়োগ করার ঘোষণা করা হল। কিন্তু হঠাৎ কেন এই নিয়োগ করার ঘোষণা করল অ্যামাজন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য এবং অর্ডারগুলি পূরণ করবার জন্যই এই বিপুল কর্মী নিয়োগ করতে হচ্ছে তাদের। তবে এই কর্মী নিয়োগকে অস্থায়ী বলেও জানানো হয়েছে। আর অ্যামাজন যদি এই বিপুল কর্মী নিয়োগ করে, তাহলে তাদের 350 মার্কিন ডলার থেকে 500 মার্কিন ডলার খরচ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বস্তুত, যত দিন যাচ্ছে, ততই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ এই করোনা আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য দেশকে গৃহবন্দি করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে বিশ্বের প্রতিটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটজনক অবস্থায় গিয়ে দাঁড়াবে বলেই মনে করছেন সকলে। তবে এমন একটা অবস্থায় অনেকের মুখেই হাসি ফুটিয়ে অ্যামাজনের এই বিপুল কর্মী নিয়োগ করার ঘোষণা অনেককেই স্বস্তি দেবে‌।

কেননা লকডাউন থেকে ওঠার পর বিশ্বের বিভিন্ন দেশে বেসরকারি সংস্থার কর্মীদের উপর মরার উপর খাড়ার ঘা আসতে পারে বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে অ্যামাজন যদি এখন এই কর্মসংস্থান করে, তাহলে অনেক বেকার যুবক যুবতীরা চলার পথে নতুন দিশা খুঁজে পাবে বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!