এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা মিটলেই চাঙ্গা হতে চলছে ভারতীয় অর্থনীতি? বড়সড় সুসংবাদ নিয়ে জোর জল্পনা!

করোনা মিটলেই চাঙ্গা হতে চলছে ভারতীয় অর্থনীতি? বড়সড় সুসংবাদ নিয়ে জোর জল্পনা!

করোনা মহামারীর পর থেকেই কি এবার বিশ্বের অন্যান্য দেশের কাছে কার্যত কোণঠাসা হয়ে যেতে চলেছে চীন? প্রশ্নটা উঠছে একটি পদক্ষেপের জন্য। মূলত করোনা ভাইরাসের কারণে উৎপাদনের হার হিসেবে এবার চীন থেকে নিজেদের সরিয়ে নিতে পারে অনেক সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় হাজারখানেক বিদেশী সংস্থা ভারতের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে।

প্রায় 300 টি সংস্থা, যার মধ্যে রয়েছে, মোবাইল, ইলেকট্রনিক্স, মেডিকেল ডিভাইস, টেক্সটাইল ইত্যাদি উৎপাদনকারীরা ভারতে আসার ব্যাপারে তাদের পরিকল্পনা শুরু করেছে। আর এখানেই তৈরি হয়েছে সংশয়।

তাহলে কি করোনা ভাইরাস বৃদ্ধির জন্য চীনকে দায়ী করে বিভিন্ন নামিদামি সংস্থা এখন চীন থেকে সরে আসতে শুরু করল? আর এর ফলেই কি এবার ব্যাকফুটে চলে যাবে চীনের মত প্রভাবশালী দেশ? বস্তুত, ইতিমধ্যেই ব্রিটেনের পক্ষ থেকে চীনের সঙ্গে আর তাদের বাণিজ্য করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। আর এবার সেই একই সিদ্ধান্ত নিল জাপান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যতগুলো জাপানি সংস্থা চীন থেকে নিজেদের উৎপাদন সরিয়ে নিয়ে আসবে, তাদের বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে। শুধু তাই নয়, যদি চীন থেকে এই সংস্থাগুলো চলে আসে এবং অন্য কোনো দেশে যদি তারা বাণিজ্য করতে চায়, তাহলেও তাদের আর্থিক সহায়তা করবে জাপান বলে জানিয়ে দিয়েছে। আর জাপান সরকারের পক্ষ থেকে এই ঘোষণার পরেই দেখা গেছে, বেশ কিছু সংস্থা ভারতবর্ষে বাণিজ্য করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

আর ভারতের পক্ষ থেকেও চিনকে কোণঠাসা করার জন্য প্রয়াস নেওয়ার পর এবার জাপান সহ একাধিক দেশ চীন থেকে সরে আসায় ভারতের কাছেও চলে এসেছে মোক্ষম সুযোগ। ফলে এই সমস্ত সংস্থাগুলিকে যদি এখন ভারত নিজেদের দেশে বাণিজ্যের ক্ষেত্রে অনুমতি দেয়, তাহলে ভারতবর্ষ কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে যদি এই সম্ভাবনা সত্যি হয়, তাহলে আসছে যে দিন, তা চীনের পক্ষে অত্যন্ত ভয়াবহ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিশ্বের বিভিন্ন দেশ চীন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত কতটা গ্রহণ করতে পারে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!