এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউন কি বাড়ছেই? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষেই বড়সড় ইঙ্গিত দিলেন খোদ মুখ্যমন্ত্রী

লকডাউন কি বাড়ছেই? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষেই বড়সড় ইঙ্গিত দিলেন খোদ মুখ্যমন্ত্রী

গোটা ভারতে যখন করোনা ভাইরাস চরম আকার ধারণ করেছিল, তখন বাংলায় তা শিথিল ছিল। কিন্তু প্রথম দফার লকডাউনের পর দ্বিতীয় দফার লকডাউন যখন চলছে, ঠিক তখনই খবরের শিরোনামে উঠে আসছে বাংলায় করোনা আক্রান্ত বৃদ্ধির সংখ্যার কথা। যত দিন যাচ্ছে, ততই বেগতিক হচ্ছে পরিস্থিতি। দ্বিতীয় দফার লকডাউন আগামী 3 মে শেষ হবে। তারপর আবার লকডাউন করা হবে কিনা, তা কেউ জানেন না। সকলের মনে এখন এই প্রশ্নই প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তবে ভারতবর্ষের কোন রাজ্যের পরিস্থিতি কেমন, তা নিয়ে সোমবার ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। যেখানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন বাংলার পক্ষ থেকে কিছু বলার সুযোগ ছিল না।

আর ভিডিও কনফারেন্সে বৈঠক শেষে বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে লকডাউন নিয়ে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “আমি চাই আগামী 21 মে পর্যন্ত সবাই সাবধানে থাকুক। কারণ ওই দিন পর্যন্ত 49 দিন হচ্ছে।” আর এখানেই তৈরি হয় প্রশ্ন। সাংবাদিকদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, তাহলে কি আগামী 21 মে পর্যন্ত বাংলায় লকডাউন বজায় থাকবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তেমনভাবে কোনো মন্তব্য করতে চাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি শুধু বলেন, “আমি তো তা বলিনি। লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে কেন্দ্র ঘোষণা করবে। আমি শুধু বলেছি, 21 তারিখ পর্যন্ত সবাই যেন সাবধানে থাকেন।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 21 মে পর্যন্ত লকডাউনের ব্যাপারে তেমন ভাবে কোনো মন্তব্য না করলেও, তিনি তারিখ ঘোষণা করে কার্যত বুঝিয়ে দিলেন যে, এতদিন লকডাউন হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে গোটা ব্যাপারটি কেন্দ্রের ঘাড়েই সিদ্ধান্ত নেওয়ার জন্য ঠেলে দিলেন তিনি।

ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই জল্পনা তীব্র হচ্ছে যে, এবার হয়ত বা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর অন্য রাজ্যে কি হবে, তা না বোঝা গেলেও, বাংলায় যে লকডাউন বাড়বে তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সওয়াল করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। তবে এদিন লকডাউন প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্র হঠাৎ হঠাৎ করে একটা করে সার্কুলার দিচ্ছে। বলছে লকডাউন খুব শক্ত করে করতে হবে। খুব কড়া হতে হবে। যাতে কেউ বের হতে না পারে। আবার বলছে সব দোকান খুলে দাও। আমরা চাই দোকান খুলুক। দোকান খুললে তো লোক বেরোবে। তখন আমি লোককে কি বলব, লোকে রাস্তায় বেরোলে লকডাউন ব্যর্থ হবেই। সিদ্ধান্ত তো একটা হবে। হয় তালা দাও, নয় চাবি খোলো।”

এদিকে এদিনের ভিডিও কনফারেন্সে অংশ নিলেও বাংলার এদিন তেমনভাবে বলার কোনো সুযোগ না থাকায়, কিছুটা হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তিন ঘন্টা বোবা, কালার মত বসে রইলাম। বলতে পারলে ভালো হত। সমস্যাগুলো জানতে পারতাম।” বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের বিরুদ্ধে লকডাউনের নিয়ম পালন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়ে কার্যত বুঝিয়ে দিলেন যেড় কেন্দ্রকে হয় লকডাউন কড়াভাবে পালনের নির্দেশ দিতে হবে, তা না হলে দোকানপাট খোলার নির্দেশ দিতে হবে।

কিন্তু দোকানপাট খোলা হলে লোক বেরোবেই এবং লকডাউন যে ভাঙবে, তা নিজের বক্তব্য থেকে পরিষ্কার করে দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 21 মে পর্যন্ত সকলকে সচেতন থাকার পরামর্শ দিলেন, তাতে তার এই কথা ধরে আগামী 21 মে পর্যন্ত বাংলায় তা বজায় থাকবে বলে মত একাংশের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!