এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনের আবহেই বামেদের শাহিদ তর্পন,

লকডাউনের আবহেই বামেদের শাহিদ তর্পন,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশে জুলাই দিনটি যেমন তৃণমূলের শহীদ দিবস একত্রিশে আগস্ট দিনটি বামেদের শহীদ দিবস। এদিন বামপন্থীরা খাদ্য ও গণআন্দোলনে শহিদ হওয়া বামনেতা ও অন্যান্যদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। প্রতি বছরই এই ৩১ সে আগস্টের দিনে বামেরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ স্মরণ করে থাকেন। বিগত ছয় দশক ধরে চলে আসছে প্রতি বছরে পালিত হয়ে আসছে এই দিনটি। কিন্তু এবার করোনা সংক্রমন, সংক্রমণের কারণে লকডাউন, সামাজিক দূরত্ব বিধি বলবৎ থাকার কারণে অনেকটাই সংক্ষিপ্ত করতে হয়েছে এবারের এই অনুষ্ঠানকে।

কোন সংস্কৃতিক অনুষ্ঠান পালন করা এবারে আর সম্ভব হয়ে ওঠেনি শুধুমাত্র শহীদ বেদীতে মাল্যদান এর মধ্যেই সীমাবদ্ধ ছিল এবারের অনুষ্ঠান। গতকাল কলকাতার সুবোধ মল্লিক স্কয়ারে শহীদ বেদিতে করা হলো মাল্যদান। গতকাল সকাল ১১ টায় পূর্বনির্ধারিত অনুষ্ঠানসূচী অনুযায়ী সুবোধ মল্লিক স্কয়ারে উপস্থিত হন শীর্ষস্থানীয় বাম নেতারা। যাদের মধ্যে আছেন বিমান বসুর, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য, স্বপন বন্দ্যোপাধ্যায়, সমীর পুততুন্ড, বাসুদেব বসু প্রমুখ সহ ১৬ জন শীর্ষস্থানীয় বাম নেতৃবৃন্দ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে উক্ত অনুষ্ঠানের প্রথমেই তাঁদেরকে বাধার সম্মুখীন হতে হলো। শহিদ বেদিতে মাল্যদান করতে করতে গিয়ে প্রথমেই তারা দেখলেন যে, পার্কের মূল ফটক অবরুদ্ধ, সেখানে ঝুলছে তালা। এই অবস্থা দেখে দ্রুত তাঁরা ফোনে যোগাযোগ করেন কলকাতা পুর কর্তৃপক্ষের সঙ্গে। ইতিপূর্বে তাঁরা আজকের দিনে পার্ক খোলার ব্যাপারে রাজ্যের উদ্যান বিভাগের ভারপ্রাপ্ত প্রশাসক মন্ডলীর জনৈক সদস্য দেবাশীষ কুমারকে চিঠি দিয়েছিলেন ও পার্ক খোলার উপযুক্ত অনুমতি নিয়েই রেখেছিলেন। এমনকি কলকাতা পুলিশকেও এই ব্যাপারটি তাঁরা পূর্বেই জানিয়ে রেখেছিলেন। কিন্তু এত কিছুর পরেও পার্কের মেন গেটে তালা থাকায় বিমর্ষ হয়ে পড়েন অনেকেই।

তবে শেষ পর্যন্ত পুলিশ ও পুরো কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করার পর ওই পার্কের দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পার্কের দরজা খুলে দেন। জানা গেছে পার্কের দায়িত্বপ্রাপ্ত পার্ক স্যানিটাইজ করার ব্যবস্থা করেন। স্যানিটাইজের কাজ শেষ হলে বাম নেতৃবৃন্দ একজন একজন পার্কের ভেতরে প্রবেশ করেন ও মাল্যদান করেন শহীদ বেদিতে।

প্রসঙ্গত, গতকাল সকালে বামপন্থী দল এসইউসি এর পক্ষ থেকেও এই পার্কের শহীদ বেদীতে মাল্যদান করবার কর্মসূচী রাখা হয়েছিল। কিন্তু পার্কের দরজা বন্ধ থাকায় বাধ্য হয়ে তাঁরা পার্কের বাইরেই তাদের সঙ্গে নিয়ে আসা একটি নকল শহীদ বেদীতে মাল্যদান করে, সেখানেই তাঁরা দলীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!