এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউন কি পুলিশকেও করে তুলবে গৃহবন্দি? জল্পনা তীব্র হল বৈঠকে

লকডাউন কি পুলিশকেও করে তুলবে গৃহবন্দি? জল্পনা তীব্র হল বৈঠকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ রোধ করতে রাজ্য জুড়ে চলছে লকডাউন। যার সময়সীমা আগামী ১৫ ই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একাধিক বেসরকারি সংস্থার কর্মীরা বাড়ি থেকেই কাজ করতে শুরু করেছেন। এবার কলকাতা পুলিশের ক্ষেত্রেও ঘরে বসে কাজ করা যায় কিনা, সে ব্যাপারে চলছে চিন্তাভাবনা। সবকিছুই ঠিকঠাক থাকে, তবে এবার কলকাতা পুলিশের ক্ষেত্রেও work-from-home চালু হবার সম্ভাবনা রয়েছে।

গতকাল, কলকাতা পুলিশের বিশেষ বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানালেন যে, এবার থেকে কলকাতা পুলিশে work-from-home চালু করার চিন্তা ভাবনা চলছে। গতকাল কলকাতা পুলিশের সমস্ত থানার ওসি ও অতিরিক্ত ওসিদের সঙ্গে বৈঠকে বিষয়টি তিনি জানালেন। তবে সমস্ত পুলিশকে এর আওতায় আনা হবে না। থানার ওসি, অতিরিক্ত ওসিরা সপ্তাহে একদিন করে work-from-home করতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার এর সঙ্গেই কলকাতার সকল থানা চত্বর ও মালখানা গুলিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার নির্দেশ দিয়েছেন তিনি বৈঠকে। পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানিয়েছেন, যেসব থানাগুলো ভালো করে তাদের মালখানাকে পরিষ্কার রাখতে পারবে। সেই সমস্ত থানাকে আগামী মাসের শেষদিকে পুরস্কার দেয়া হবে।

তবে, ঘরে থেকে পুলিশের পক্ষে কাজ করা কতদূর সম্ভব? তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বৈঠকে বেশকিছু আধিকারিক জানিয়েছেন, বাড়িতে থেকে কাজ করার মতো উপযুক্ত ব্যবস্থা নেই। এছাড়া দরকারি সব নথিপত্রও বাড়িতে পাওয়া প্রায় অসম্ভব। তবে এ প্রসঙ্গে সৌমেন মিত্র জানিয়েছেন, বেসরকারি সংস্থাগুলো বহুদিন ধরেই তাদের কর্মীদের বাড়িতে রেখে কাজ করাচ্ছে। তারা যদি এটা করতে পারে, তবে কলকাতা পুলিশের পক্ষে তা করা কেন সম্ভব হবে না? work-from-home যাতে দ্রুত চালু করা যায়, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!