এখন পড়ছেন
হোম > জাতীয় > ৩ রা মে লকডাউন শেষ করলেই নেমে আসতে পারে বড়সড় বিপদ? বিশেষজ্ঞদের নতুন তথ্যে জল্পনা চরমে

৩ রা মে লকডাউন শেষ করলেই নেমে আসতে পারে বড়সড় বিপদ? বিশেষজ্ঞদের নতুন তথ্যে জল্পনা চরমে


প্রথম দফায় টানা 21 দিন ভারতবর্ষে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষ তখন ভেবেছিলেন, 21 দিন সকলে গৃহবন্দী থাকলে হয়ত বা অবস্থার উন্নতি হবে। আর হয়ত লকডাউন করা হবে না। কিন্তু করোনা ভয়াবহতার কারণে 21 দিনের লকডাউন শেষে আবার টানা 19 দিন লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী তেশরা মে এই লকডাউনের মেয়াদ শেষ হবে।

তবে সত্যিই কি 3 মে লকডাউন শেষ হওয়ার পর আবার লকডাউনের কথা ঘোষণা করা হবে? অনেকেই বলছেন, আর লকডাউন করতে হবে না ভারতবর্ষকে। কারণে পরিস্থিতি এখন অনেকটাই আয়ত্তে চলে এসেছে। তবে যে যাই মনে করুন না কেন, আপাতত আগামী 10 সপ্তাহ লকডাউন রাখতে হবে বলে জানালেন মেডিকেল জার্নাল ল্যানসেটের editor-in-chief রিচার্ড হর্টন। সূত্রের খবর, সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে তিনি এক সাক্ষাৎকার দেন।

সেখানে তিনি বলেন, “এই মহামারী চিরকাল নয়। নিজে থেকেই শক্তি কমবে। আমাদের দেশ করোনা মোকাবিলার জন্য সঠিক কাজটাই করছে। 10 সপ্তাহ সঠিকভাবে লকডাউন করলে দেখা যাবে, এই মহামারী থেকে নিস্তার পাওয়া যাচ্ছে। 10 সপ্তাহের শেষে ভাইরাসের উপস্থিতি একেবারেই না থাকলে আবার আগের মত সব চলবে। একেবারে সব স্বাভাবিক হবে না। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ রিচার্ডের এই কথা থেকেই পরিষ্কার যে, আরও 10 সপ্তাহ যদি ভারত লকডাউন ঠিকমত পালন করতে পারে, তাহলে তারা করোনা থেকে মুক্তি পাবে। তবে একটা বিষয় পরিষ্কার যে, আগামী 3 মের পর আরও 10 সপ্তাহ ভারতবাসী গৃহবন্দী থাকতে পারলেই কিছুটা হলেও পরিস্থিতি আয়ত্তে আনা যাবে। কিন্তু রিচার্ড এই কথা বললেও, ভারত সরকার এই ব্যাপারে কি পদক্ষেপ নেয়, তার দিকে নজর থাকবে সকলের।

তবে এতদিন লকডাউন করলে, আদৌ কি পরিস্থিতি আয়ত্তে আসবে! এর ফলে কি অর্থনীতি ভেঙে পড়বে না? এদিন এই প্রসঙ্গে রিচার্ড বলেন, “বুঝতে পারছি অর্থনীতির কথা মাথায় রেখে সব স্বাভাবিক করে নেওয়া দরকার। কিন্তু তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে আবার যদি করোনা ছড়িয়ে পড়তে শুরু করে, তাহলে আরও খারাপ হবে। তখন আবার প্রথম থেকে শুরু করতে হবে। আপনার অনেক সময় দিয়েছেন। সেটাকে নষ্ট করবেন না। অন্তত 10 সপ্তাহ এই লকডাউন রাখুন।”

অনেকেই বলছেন, যদি এতটা দিন মানুষ নিজেকে গৃহবন্দী রাখতে পারে, তাহলে আরও 10 সপ্তাহ অবশ্যই কিছুটা কষ্ট হলেও, মানুষ নিজেকে গৃহবন্দী করে রাখবে। কিন্তু এর ফলে যদি করোনা চলে যায়, তাহলে সত্যিই ভারতবর্ষ গৃহবন্দী থেকে করোনাকে বিদায় দিতে পেরেছে, এই কথা ইতিহাসের বুকে লেখা থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন রিচার্ডের এই কথা অনুযায়ী আগামীতে 3 মের পর আবার লকডাউনের ঘোষণা করে কিনা ভারত সরকার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!