এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > লোকাল ট্রেন চালু হতেই অস্বাভাবিক ভিড়, একেবারে শিকেয় স্বাস্থ্যবিধি, মাথায় হাত বিশেষজ্ঞদের

লোকাল ট্রেন চালু হতেই অস্বাভাবিক ভিড়, একেবারে শিকেয় স্বাস্থ্যবিধি, মাথায় হাত বিশেষজ্ঞদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালানো হলেও লোকাল ট্রেন দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। গতকাল রবিবার থেকে আবার শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। আপাতত ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা শুরুর অনুমতি দিয়েছে রাজ্য। কিন্তু লোকাল ট্রেন চালু হতেই দেখা যাচ্ছে অস্বাভাবিক ভিড়। সামাজিক দূরত্ব বিধি যেমন মানতে দেখা যাচ্ছে না, তেমনি মাস্ক ছাড়াই ট্রেনে উঠেছেন বহু মানুষ। যা থেকে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সোমবার অফিসের সময় কিভাবে স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেন চালানো হবে? সেদিকে নজর ছিল সকলের। তবে গতকাল রবিবার যেমন বহু মানুষকে মাস্ক ছাড়া, স্বাস্থ্যবিধি না মেনেই ট্রেনে উঠতে দেখা গিয়েছিল, আজ তা আরও ব্যাপকভাবে দেখা যাচ্ছে। বহু স্টেশনে লক্ষ্য করা গেল জনসমাগম। অনেকের মুখেই মাস্ক ছিল না। অনেকে মাস্ক রেখেছেন পকেটে। ট্রেনে বেশ কিছু আসন যাত্রীদের না বসার জন্য চিহ্নিত করা হলেও, তা অনেক ক্ষেত্রেই মানা হয়নি।

হাওড়া, শিয়ালদা, বর্ধমান, কাটোয়া, বনগাঁ সর্বত্র অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। লোকাল ট্রেনের সমস্ত আসনই ভর্তি। অনেকে দাঁড়িয়ে যাত্রা করছেন। যে যাত্রীসংখ্যা নির্ধারণ করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি যাত্রী রয়েছেন। আর বহু মানুষেরই মুখে মাস্ক নেই। লোকাল ট্রেনের এই ব্যাপক ভিড় দেখে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের। বাদুড়ঝোলা ভিড় দেখা গেছে বহু লোকাল ট্রেনে। যা থেকে ব্যাপক মাত্রায় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!