এখন পড়ছেন
হোম > রাজ্য > একে লকডাউন, তার মাঝে আগস্টে ৭ দিন অতিরিক্ত বন্ধ থাকছে ব্যাঙ্ক! এখন থেকেই জেনে করুন পরিকল্পনা

একে লকডাউন, তার মাঝে আগস্টে ৭ দিন অতিরিক্ত বন্ধ থাকছে ব্যাঙ্ক! এখন থেকেই জেনে করুন পরিকল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –যদিও ভারতবাসী বর্তমানে ডিজিটালাইজেশন এর দিকে তাকিয়ে এবং বহু মানুষ প্রতিদিনের যাবতীয় কাজ অনলাইন সারছেন তবুও দেশের বেশ কিছু সংখ্যক মানুষ আজও এই পরিষেবার সঙ্গে মানিয়ে উঠতে পারেননি। তাই আগস্ট মাসে তাদের ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে কি কি আগাম পরিকল্পনা করতে হবে সেটা এখন থেকেই ঠিক করে রাখুন।

আগস্ট মাস জুড়ে যেমন রয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উৎসবের ছুটি তেমনই রাজ্যজুড়ে লকডাউন এর জেরে নকল হতে চলেছে সাধারণ মানুষ। রিজার্ভ ব্যাঙ্ক এর ঘোষণা অনুযায়ী এই রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে ২ দিন আর সমস্ত মাসে রাজ্যে ব্যাংক বন্ধ থাকছে ৭ দিন।এর মধ্যে আছে ২ টি সেকেন্ড স্যাটারডে এর ছুটি এবং ৩ দিন লকডাউনের ছুটি। এর সঙ্গে যুক্ত হয়েছে এসোসিয়েশন কে সংক্রমণ থকে বাঁচতে ব্যাঙ্কিং পরিষেবা এর নতুন সময় যা সকাল ১০ টা থেকে ২ টো পর্যন্ত করা হয়েছে। সব মিলিয়ে এইমাসে চূড়ান্ত হয়রান হতে পারে সাধারণ মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

* ১লা আগস্ট থাকছে বকরি ঈদের ছুটি।
* ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি।
* ৮ ও ২২ তারিখ রিজার্ভ ব্যাঙ্ক এর নিয়ম অনুযায়ী থাকছে ছুটি।
* ৫, ২৪,৩১ তারিখ থাকছে রাজ্যে লোকডাউনের জন্য ছুটি।

এছাড়া আপনি যদি হন সেই সমস্ত জেলার মানুষ যেখানে কন্টেনমেন্ট জোন রয়েছে সেক্ষেত্রে আপনার জেলার ব্যাংকগুলোর আলাদা পরিষেবা চালু করা হয়েছে। তাই দরকার অনুযাই এখন থেকে ই পরিকল্পনা সেরে রাখুন যাতে আপনার দরকারে আপনি থাকতে পারেন নিশ্চিন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!