এখন পড়ছেন
হোম > জাতীয় > চতুর্থ দফার লকডাউনে কি সব পণ্য পাবেন আমাজন ও ফ্লিপকার্টের কাছ থেকে? কি জানাচ্ছে কেন্দ্র ? জেনে নিন

চতুর্থ দফার লকডাউনে কি সব পণ্য পাবেন আমাজন ও ফ্লিপকার্টের কাছ থেকে? কি জানাচ্ছে কেন্দ্র ? জেনে নিন


করোনা পরিস্থতিতে চলছে গোটা দেশ জুড়ে চতুর্থ দফার লকডাউন।ফলত অনলাইন সংস্থাকেই কেনাকাটার মাধ্যম হিসাবে বেছে নিয়েছে সাধারণ মানুষ। লকডাউনের শুরু থেকে এতদিন পর্যন্ত ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো অনলাইন কেনাকাটার সংস্থাগুলি থেকে কেবলমাত্র অত্যাবশ্যকীয় দ্রব্য কিনতে পারছিল জনসাধারণ। আর এই সুবিধা ছিল কেবলমাত্র গ্রিন এবং অরেঞ্জ জোনে। রেড জোনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় দ্রব্যও সরবরাহ করার অনুমতি ছিল না অনলাইন কেনাকাটার সংস্থাগুলির।

সূত্রের খবর অনুযায়ী এই অনলাইন সংস্থা গুলির ক্ষেত্রে অরেঞ্জ এবং গ্রিন জোনেও ছিল নিষেধাজ্ঞা। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আসবাবপত্র, ইলেকট্রনিক্স দ্রব্য এবং উপহার সামগ্রী সরবরাহের ক্ষেত্রে ছিল নিষেধাজ্ঞা। প্রসঙ্গত দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৯৬ হাজার ১৬৯ এবং একদিনে আক্রান্ত হয় ৫ হাজার ২৪২ জন। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে গোটা দেশে মারা গেছে ৩০২৯ জন। কার্যত চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে দেশে। এরই মধ্যে শিথিল করা হলো ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম গুলিকে।

জানা গেছে এবার রেড জোন গুলোতেও অত্যাবশ্যকীয় দ্রব্য সরবরাহ করতে পারবে ফ্লিপকার্ট, অ্যামাজন,পেপার ফ্রাই এবং স্ন্যাপডিলের মতো অনলাইন কেনাকাটার সংস্থাগুলি। সূত্রের খবর অনুযায়ী স্ন্যাপডিলের মুখপাত্র এদিন জানিয়েছেন রেড, গ্রিন এবং অরেঞ্জ জোন সব এলাকাতেই যে কোনো রকমের দ্রব্য সরবরাহ করতে প্রস্তুত তাদের সংস্থা। দেশের প্রায় প্রতিটি মেট্রো শহরই এখন রেড জোনের অন্তর্ভুক্ত। আর এই রেড জোন এলাকাভুক্ত বহু মানুষই গত কয়েক সপ্তাহে ইলেকট্রনিক্স দ্রব্য অর্ডার করে রেখেছেন। কিন্তু সরকারি অনুমতি না থাকায় সেগুলি সরবরাহ করা এতদিন সম্ভব হয় নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বর্তমানে সরকারি তরফে রেড জোন গুলোতেও ইলেকট্রনিক্স দ্রব্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়। তাই এবার ল্যাপটপ, মোবাইল ইত্যাদির মতো দ্রব্যগুলো সরবরাহ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন পেটিএম মলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রীনিবাস মথে এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত কন্টেনমেন্ট এলাকা গুলিতে লকডাউন চলাকালীন অত্যাবশ্যকীয় পণ্যও সরবরাহ করা যাবে না বলে নির্দেশ জারি করা হয়েছে কেন্দ্র তরফে এমনটাই সূত্র মারফত জানা গেছে। অনলাইন কেনাকাটার সংস্থাগুলির ক্ষেত্রে কেন্দ্র ছার দিলেও রাজ্য এ ক্ষেত্রে আলাদা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে পারে সন্দেহ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!