এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লকডাউনে বিধি ভাঙ্গা নিয়ে তাঁর বিরুদ্ধে পুলিশের মামলা নিয়ে মুখ খুলে চমকে দিলেন খোদ দিলীপ ঘোষ!

লকডাউনে বিধি ভাঙ্গা নিয়ে তাঁর বিরুদ্ধে পুলিশের মামলা নিয়ে মুখ খুলে চমকে দিলেন খোদ দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করে মাঝেমধ্যেই সরব হতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এবার আরও একবার রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে সোচ্চার হলেন বিজেপি রাজ্য সভাপতি। সম্প্রতি হেমতাবাদের প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্মরণসভায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। জানা গেছে, সেইখানে বিধায়কের স্মরণসভায় জনসমাগম হওয়া সত্ত্বেও কোনোরকম স্বাস্থ্যবিধি মানা হয়নি। যাকে কেন্দ্র করে বিশৃংখল পরিস্থিতি তৈরি হয়েছিল।

আর এর পরেই রায়গঞ্জ থানার আইসি দিলীপ ঘোষ সহ এই সভায় উপস্থিত অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টি। এদিকে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা প্রসঙ্গে পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন দিলীপ ঘোষ বলেন, “আমি যাব আর এফআইআর হবে না, এটা হয় নাকি! পুলিশকে কিছু কাজ দিতে হবে তো! একজন বিধায়ককে হত্যা করা হল, তার তদন্ত হলো না। তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়েছি, আর আমার বিরুদ্ধে এফআইআর করা হল। এটা নতুন কিছু নয়। বিজেপি যেখানেই যাচ্ছে, লকডাউন লাগিয়ে দেওয়া হচ্ছে। একসঙ্গে 1000 জনের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। গণতন্ত্রে এমনটা হয় না।”

অর্থ্যাৎ বিজেপির রাজ্য সভাপতি এক্ষেত্রে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণের অভিযোগ তুললেন। অর্থাৎ তিনি তার মন্তব্যের মধ্য দিয়ে বোঝাতে চাইলেন যে, পুলিশ প্রশাসন বিজেপিকে আটকাতে এই ধরনের মামলা করেছে। সব মিলিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হল বঙ্গ রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!