এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউন শিথিল হতেই ঘাসফুল শিবিরে কাঁপন ধরাতে শুরু করল বিজেপি! খানাকুলে তৃণমূলে বড়সড় ভাঙন

লকডাউন শিথিল হতেই ঘাসফুল শিবিরে কাঁপন ধরাতে শুরু করল বিজেপি! খানাকুলে তৃণমূলে বড়সড় ভাঙন


বিশ্ব, দেশের পাশাপাশি রাজ্যেও করোনা পরিস্থিতি নিয়ে চাপ বাড়ছে সরকার থেকে সাধারণ মানুষের। ক্রমশ বাড়ছে আতঙ্ক, চেপে ধরছে মৃত্যুভয়। কিন্তু সেই মৃত্যুভয়কেও জয় করে দেখাচ্ছে বঙ্গ রাজনীতি। নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী সহ তৃণমূল সরকারকে বিরোধীরা যখন বার বার এই করোনা ও আমফান ইস্যু নিয়ে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। তখন নেত্রী তাদের অনুরোধ করছেন যেন তারা এই দুঃসময়ে রাজনীতি না করেন।

কিন্তু যত সময় গেছে দেখা গেছে রাজনীতিই সব। বার বার বঙ্গ রাজনীতিতে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে রাজনীতির করার অভিযোগ উঠেছে। লকডাউনের মাঝে তৃণমূলের নেতা কর্মীকে বিজেপির আর বিজেপির নেতা কর্মীকে তৃণমূলে যোগ দিতে দেখা গেছে, যা ঘিরে শোরগোল পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার তৃণমূলের ঘর ভাঙলো বিজেপি নেতৃত্ব। জানা হচ্ছে ,আজ খানাকুল-1 ব্লকের বরিষ্ঠ কার্যকরতা রামকৃষ্ণ মাইতির নেতৃত্বে তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করল 50 জন এমনটাই দাবি বিজেপির। যোগদানকারীদের দাবি তৃণমূলে আর কোনো বর্ষা রাখতে না পেরেই বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা।অন্যদিকে বিজেপির দাবি আরো অনেকে যোগাযোগ করছেন। কয়েকদিনের মধ্যেই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবে ব্যাপকভাবে। ২০২১ সে বিজেপিই ক্ষমতা দখল করবে।

যদিও এই যোগদান নিয়ে তেমন কোনো গুরুত্ত্ব দিচ্ছে না তৃণমূল। তাদের মতে, কেউ যায়নি, নিজেদের লোকেদের হাতেই পতাকা তুলে দিয়ে বলছে তৃণমূল থেকে এসেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই নিয়ে চুপ , তারা জানান জানিনা , খোঁজ নিতে হবে।প্রসঙ্গত, গতকালই শালবনী ব্লকের সাতপাটি, রাধাকান্তপুর, মশালডাঙ্গা গ্রামের বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেন। আজ সেই তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো কয়েকজন ,ফলে কে লকডাউনে বেশ জমে উঠেছে দলবদলের খেলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!