এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের কি হতে চলেছে দেশে পুরো লকডাউন? মুখ্যমন্ত্রীদের সাথে ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী, বাড়ছে জল্পনা!

ফের কি হতে চলেছে দেশে পুরো লকডাউন? মুখ্যমন্ত্রীদের সাথে ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী, বাড়ছে জল্পনা!


ইতিমধ্যেই লকডাউন শেষ হয়েছে যার জেরে করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। কিন্তু আনলক হতেই হু হু করে বাড়ছে সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি, যা ক্রমশ বাড়াচ্ছে চিন্তা। আর সেই কারণেই আগামী ১৬ এবং ১৭ জুন দুদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন যা ঘিরেই শুরু জল্পনা।

জল্পনা এও শুরু হয়ে গেছে যে, আগামী ১৬ এবং ১৭ জুন আলোচনার পরেই কি ফের দেশে লকডাউন ঘোষণা হবে, ফের স্তব্ধ হয়ে যাবে জনজীবন? যদিও সেই নিয়ে কোনো কিছু জানা যায়নি। শুধু জানা গেছে যে, সমস্ত রাজ্যের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। কি করা উচিত না উচিত, সেসব নিয়েও নাকি আলোচনা হবে। পরিস্থিতি পর্যালোচনার জন্যই এই বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৬ এবং ১৭ জুন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।জানা গেছে বৈঠকে সামিল হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে রাজ্যে, হু হু করে অন্য রাজ্যের মতোই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে করোনা আক্রান্তদের চিকিৎসা নিয়ে নোটিস পাঠিয়েছে। তার উপরে করোনায় মৃতদের দেহ সৎকার নিয়ে বাড়ছে পারদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই মনে করছেন যে ফের হতে পারে লকডাউন। কেননা দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।সাথেই বাইরে বেরোনোয় তা আরো বেড়ে যাচ্ছে। এদিকে জুন মাসের ১৫ তারিখ থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ বিভিন্ন রাজ্যে মারাত্মক আকার নেবে এমনই আশঙ্কার কথা শুনিয়েছে বিশেষজ্ঞরা। জুলাই মাসে তা চরমে পৌঁছবে। ফলে এইসময় যদি সাবধান না হওয়া যায় তাহলে যে হরে মৃত্যুর সংখ্যা বাড়বে তাতে ভারবর্ষের অনেকটাই ক্ষতি হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টমহল।

অন্যদিকে এখনও দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এমনকী আইসিএম আরও তাই দাবি করেছে। ফলে এই গোষ্ঠীসংক্রমণ হবার আগেই যদি লকডাউন করা যায় তবে সুফল মিলতে পারে বলেই মত বিশেষজ্ঞমহলের। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে এই নিয়ে কোনো কথা বলা হয়নি। তাই এখন প্রধানমন্ত্রী ও মুখমন্ত্রীদের বৈঠকের দিকে তাকিয়ে থাকতে হবে বলেই মনে করছেন সব পক্ষই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!