এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউনের পক্ষে জোরদার সওয়াল প্রাক্তন মুখ্যমন্ত্রীর, ফের কি হবে লকডাউন? বাড়ছে জল্পনা!

লকডাউনের পক্ষে জোরদার সওয়াল প্রাক্তন মুখ্যমন্ত্রীর, ফের কি হবে লকডাউন? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনাকে আটকাতে প্রথম থেকেই সামাজিক দূরত্বের উপর জোর দিয়ে লকডাউনের পথে হেঁটেছিল ভারতবর্ষ। প্রথমে জনতা কারফিউ এবং তারপর প্রায় পাঁচ দফা লকডাউন হয়েছে গোটা দেশে। কিছুদিন আগেই সেই লকডাউনে কিছুটা হলেও শিথিলতা জারি করা হয়েছে। তবে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পরেই বিভিন্ন জায়গায় দেখা গেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। যা নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশবাসীর কাছে। এই পরিস্থিতিতে নতুন করে লকডাউন করা উচিত বলে দাবি করছেন অনেকে।

তবে সরকারের পক্ষ থেকে তেমনভাবে লকডাউন করার ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আর এবার ব্যাঙ্গালোরে আরও কুড়ি দিনের লকডাউন করা উচিত বলে আওয়াজ তুললেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। পাশাপাশি গোটা দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা আটকাতেও কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত কর্নাটকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 9399 জন মানুষ। যার মধ্যে মারা গেছেন প্রায় 142 জন মানুষ। বর্তমানে লকডাউন শিথিল করে দেওয়ায় অবস্থা আরও বেগতিক হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে এবার টুইট করে লকডাউনের পক্ষেই সওয়াল করতে দেখা গেল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এইচডি কুমারস্বামী একটি টুইট করে লেখেন, “প্রাণঘাতী করোনাকে আটকাতে কর্ণাটকের দ্রুত শাটডাউনের পথে হাঁটা উচিত। না হলে ব্যাঙ্গালোরের অবস্থা ব্রাজিলের থেকেও খারাপ হয়ে যাবে।” এদিকে কর্ণাটকের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেও সরব হতে দেখা গেছে হেভিওয়েট এই নেতাকে। তিনি বলেন, “মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করুন। শুধুমাত্র কয়েকটি এলাকা সিল করে কোনো সমস্যার সমাধান হবে না। আপনি যদি সত্যিই ব্যাঙ্গালোরের মানুষের জীবনের খেয়াল রাখতে চান, তবে পুরো শহরটিকে কুড়ি দিনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখুন। জনগণের জীবন কিন্তু অর্থনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ।” আর করোনা ভাইরাসকে আটকাতে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই দাবি ঘিরে এবার রীতিমত আলোড়ন পড়ে গেল সর্বত্র।

অনেকে বলছেন, দীর্ঘদিন লকডাউন চলার ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে্ যার ফলে কিছুটা হলেও লকডাউন শিথিল করতে বাধ্য হয়েছে সরকার। কিন্তু লকডাউন শিথিল করার সাথে সাথেই অবস্থা বেগতিক হতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে শাসক দল ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করে, কর্নাটকের পরিস্থিতির কথা তুলে ধরে অবিলম্বে কুড়ি দিনের জন্য লকডাউনের দাবি তুললেন এইচডি কুমারস্বামী। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই দাবি কেন্দ্র বা রাজ্যের শাসক দল কতটা মানে, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!