এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউন কেড়েছে পেটের ভাত! অনলাইনেই বিকল্প পেশার খোঁজে যৌনকর্মীরা! চাহিদাও বাড়ছে হুড়মুড়িয়ে!

লকডাউন কেড়েছে পেটের ভাত! অনলাইনেই বিকল্প পেশার খোঁজে যৌনকর্মীরা! চাহিদাও বাড়ছে হুড়মুড়িয়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে পেশা বন্ধ হয়েছে বহু মানুষের। সেই সঙ্গে অনলাইনে সম্প্রতি কাজের তাগিদ বেড়েছে বহু। তবে অন্যান্য কাজের মতই যৌনপেশাও একটি কাজ। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই পেশার ওপরও প্রভাব পড়তে দেখা গেছে।

বস্তুত, করোনা সংক্রামক ব্যাধি। এবং এটি মানুষের থেকে মানুষে ছড়ায়। তাই সামাজিক দূরত্ব মেনে চলাটা একান্ত প্রয়োজন। কিন্তু এই পেশার ক্ষেত্রে সেটা একেবারেই কার্যকরী নয়। তাই ঝাঁপ ফেলতে হয়েছে যৌনব্যবসায়।

তবে জানা গেছে, কয়েক মাস ফাঁকা ছিল যৌনপল্লী। কারণ প্রাণের ভয় আছে সকলেরই। কিন্তু আর অপেক্ষা না করে এবার বাকি পেশার মতো এই পেশাটিও অনলাইনেই চালানোর সিদ্ধান্ত নিয়েছেন যৌনকর্মীরা। আর সামাজিক দূরত্ব বজায় রেখেই অর্থ উপার্জনের পথে অনলাইন ব্যবসাতেই নেমেছেন বেঙ্গালুরুর যৌনকর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এখানে প্রশ্ন উঠেছে, অনেকেই আছেন যারা এই নতুন টেকনোলজি নিয়ে ততটা সহজ নন। তবে সেক্ষেত্রে প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও জানা গেছে, আপাতত বেঙ্গালুরুতে টেক স্যাভি যৌনকর্মীরা অনলাইনেই ভিডিও চ্যাটের মাধ্যমে পরিষেবা দিচ্ছেন গ্রাহকদের। সেই সঙ্গে পাওনা টাকাও অনলাইনেই বুঝে নিচ্ছেন তাঁরা।

এই প্রসঙ্গে বেঙ্গালুরুর এক যৌনকর্মীর কথায়, এক ব্যবসায়ী মাঝে মধ্যেই তাঁর সঙ্গে সময় কাটাতে শহরে আসেন। কিন্তু দীর্ঘ লকডাউনের ফলে তিনি আসতে পারেননি। তাই অনলাইনেই যোগাযোগ রাখছেন তারা। বস্তুত জুম কলের সাহায্যেই তারা ভিডিও চ্যাট করছেন বলে জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে জানা গেছে, অনলাইনেও ঘণ্টা হিসেবেই টাকা ধার্য করা হচ্ছে। অনলাইনেই টাকা পাঠাচ্ছেন গ্রাহকরা। তবে এখনও কিন্তু সমস্যা রয়েই যাচ্ছে কোথাও কোথাও। কারণ অনেকের কথায় এমন অনেক গ্রাহকরাই প্রতারণা করে পরে টাকা পাঠান না। তাই এবার সেই সমস্ত গ্রাহকদের প্রতারণা থেকে বাঁচতে পেটিএম বা গুগল পে-তে আগে টাকা নিয়ে তারপরই ভিডিও চ্যাট শুরু করছেন বলেও জানিয়েছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!