এখন পড়ছেন
হোম > অন্যান্য > রামমন্দিরের দিন লকডাউন আর দলীয় অনুষ্ঠানের দিন লকডাউন বন্ধ! বিধানসভার ভোটে মেরুকরণ হয়ে গেল?

রামমন্দিরের দিন লকডাউন আর দলীয় অনুষ্ঠানের দিন লকডাউন বন্ধ! বিধানসভার ভোটে মেরুকরণ হয়ে গেল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসকে আটকাতে এখন সাপ্তাহিক লকডাউনের পথে গিয়েছে রাজ্য সরকার। আগস্ট মাসে বেশ কিছুদিন লকডাউন নিয়ে আপত্তি তুলেছিল বিরোধীরা। যেখানে 5 ই আগস্ট রাম মন্দিরে পুজো হলেও, সেই দিন কেন লকডাউন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় বিরোধীদের। এই ব্যাপারে রাজ্যের বিরোধী দল বিজেপি নেতাদের গলায় শোনা যায় সরকারের বিরোধীতার সুর।তাদের বক্তব্য, অযোধ্যায় বহুপ্রতীক্ষিত রাম মন্দিরে হয়ত খুশি নয় তৃণমূল সরকার। তাই সর্বত্র যখন এই উপলক্ষে পূজার্চনা হচ্ছে, তখন বাংলাকে স্তব্ধ করে দিতেই এই লকডাউন করেছে রাজ্য প্রশাসন।

তবে সরকারের পক্ষ থেকে অবশ্য অন্য যুক্তি দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, করোনা ভাইরাসকে আটকাতেই লকডাউন। এক্ষেত্রে কোনোরূপ জমায়েত মানা হবে না। আগে মানুষের জীবন। তারপরে ধর্ম। স্বাভাবিক ভাবেই বিজেপির পক্ষ থেকে যখন যখন এই কথা বলা হচ্ছিল, তখন তা নিয়ে জনমানসে প্রশ্ন তোলা হয়েছিল। অনেকেই বলেছিলেন, তাহলে কি বিজেপির কাছে ধর্ম আগে, মানুষের জীবন পরে? সরকার যখন লকডাউন করছে, তখন তো মানুষকে সুরক্ষিত রাখতেই এটা করছে। তখন কেন বিজেপি নিজেদের ধর্মকে নিয়ে এত বেশি মাতামাতি করে জমায়েত করছে? তবে একসময় কিছু মানুষ তা নিয়ে প্রশ্ন তুললেও, এবার লকডাউন ঘোষণা করেও দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিন সেই লকডাউনের তালিকা থেকে বাদ রাখতে দেখা গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, নবান্নের পক্ষ থেকে 28 আগস্ট যে লকডাউন জারি করা হয়েছিল, সেই দিন হিসেবে 28 আগস্টকে বাদ রাখা হয়। কিন্তু হঠাৎ করে কেন এই দিনকে বাদ রাখল রাজ্য সরকার? অনেকে বলছেন, আসলে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আগামী 28 আগস্ট। তাই সেই দিনটিতে যাতে ছোট আকারে হলেও অনুষ্ঠান পালন করতে পারেন দলের ছাত্র সংগঠনের সদস্যরা, তার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ধরনের উদ্যোগ নিল বলে মনে করছে একাংশ। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্কিং পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্যই এই দিনকে লকডাউনের তালিকা থেকে বাদ রাখা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ থেকে শুরু করে বিরোধীরা দাবি জানাচ্ছেন, আদতে সরকার ধর্মীয় মেরুকরণ শুরু করেছে।

তাই 5 আগস্ট রাম মন্দিরের সূচনা হলেও, সেই দিন লকডাউন করা থেকে বিরত থাকেনি রাজ্য। কিন্তু নিজেদের দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিন লকডাউন ঘোষণা করেও, তা বাতিল করতে দেখা গেল রাজ্যের শাসক দলকে। আদতে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখা ছাড়া তৃণমূলের আর কোনো কাজ নেই। তাই ধর্মকে বিপাকে ফেলে এখন স্বার্থ সুরক্ষিত রাখছে শাসকদল বলে অভিযোগ করতে শুরু করেছে বিরোধীরা। স্বাভাবিক ভাবেই লকডাউনের এই দিনক্ষণ নিয়ে এবার রাজ্যে যে প্রবল বিতর্ক তৈরি হল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!