এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনেও ধামাল! একের পর এক সুখবর আসছে রিলায়েন্স জিওর জন্য! খুশির হাওয়া গ্রাহকদের মধ্যে!

লকডাউনেও ধামাল! একের পর এক সুখবর আসছে রিলায়েন্স জিওর জন্য! খুশির হাওয়া গ্রাহকদের মধ্যে!


রিলায়েন্স টেলিকম ইতিমধ্যে ভারতের বাজারে যে একটা বিশাল নাম করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ব্যবসা বাড়াতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে পা বাড়িয়েছে বলে শোনা যাচ্ছে। ভারতের বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর বেড়ে ওঠা দেখে বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে বিনিয়োগ করেছেন এবং করার কথা ভাবছেন বলে খবর। করোনা পরিস্থিতিতে লকডাউন এর জেরে যখন বিভিন্ন কোম্পানির হাঁড়ির হাল, ঠিক সেই সময় সমস্ত ব্যবসায়ী কোম্পানিকে চমকে দিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এগিয়ে চলেছে ঝড়ের গতিতে।

একের পর এক বিজনেস ডিল লকডাউনের মধ্যেই সেরে ফেলছে তাঁরা বলে খবর। ইতিমধ্যে বেশকিছু বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করে ফেলেছে রিলায়েন্স বলে জানা গেছে। তবে এবছরে রিলায়েন্সের কাছে সব থেকে বড় খবর হল ফেসবুকের 43,574 কোটি টাকা বিনিয়োগ।

সূত্রের খবর ফেসবুক ইতিমধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর 9.9% শেয়ার কিনে নিয়েছে। আর তারপর থেকেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জয়যাত্রা শুরু। ইতিমধ্যেই আবু ধাবির আর এক বিনিয়োগ সংস্থা মুবাডালার ডিজিটাল ইউনিট রিলায়েন্স জিওর 1.85% শেয়ার 9093.60 কোটি টাকায় কেনার কথা ঘোষণা করেছে। আর এরপর টিপিজি কোম্পানি এবার রিলায়েন্স জিও তে 4586.80 কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি এই মুহূর্তে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও ন’টি বিদেশী চুক্তি রূপায়িত করে ভারতের বাজারে 102432.45 কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনতে সাফল্য লাভ করেছে। ইতিমধ্যে জিওতে যে সংস্থাগুলি লগ্নি করেছে তাঁদের মধ্যে অন্যতম হলো, ফেসবুক। তারপরেই রয়েছে ভিস্তা ইক্যুয়ালিটি পার্টনার্স। তাঁদের বিনিয়োগের পরিমাণ 11,367 কোটি টাকা। এরপর এই তালিকায় রয়েছে কেকেআর। যারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে বিনিয়োগ করেছে 11, 367 কোটি টাকা।

এরপরে তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা হল সিলভার লেক পার্টনার্স, জেনারেল এটলান্টিক, মুবাডালা, সিলভার লেক পার্টনার্স এডিশনাল, আবুধাবি ইনভেস্টমেন্ট অথোরিটি। এবং সর্বশেষ যে নামটি জুড়েছে এই তালিকায় সেটি হলো- মার্কিন সংস্থা মার্কিন সংস্থা টিপিজি-এর। বিশেষজ্ঞদের মতে, লকডাউন এর সময় কালে দেশীয় অর্থনীতিকে নিজেদের বলে দাঁড় করানোর জন্য এবং কর্মসংস্থানের উদ্যোগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই বিদেশি বিনিয়োগ শুরু করেছে।

অবশ্য অন্যদিকে কিছু কিছু ব্যবসাদাররা অন্য আশঙ্কায় ভুগছেন বলে জানা যাচ্ছে। অনেকেরই দাবি, ভবিষ্যতে রিলায়েন্স ইন্ড্রাস্টিজ যেভাবে একমুখী মার্কেট সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, তাতে মমোপলি করার সম্ভাবনা প্রবল। তবে এই ধারণাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন প্রখ্যাত বিশেষজ্ঞরা।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যে ভারতে যে একটা বিশাল নাম করেছে, সে কথা প্রতিপদে প্রমাণ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যেভাবে ভারতে বিদেশি বিনিয়োগ নিয়ে আসছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ব্যবসায়িক ক্ষেত্রে ভারতের বুকে উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়াচ্ছে তাঁরা ক্রমশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!