এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনেও কপাল খুলতে চলেছে চাকরি প্রার্থীদের! বাংলায় ক্লার্কশিপে খুব দ্রুত নিয়োগ হবে ৬ হাজার

লকডাউনেও কপাল খুলতে চলেছে চাকরি প্রার্থীদের! বাংলায় ক্লার্কশিপে খুব দ্রুত নিয়োগ হবে ৬ হাজার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে লকডাউন হওয়ায় আদৌ নতুন করে চাকরি হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছেন প্রত্যেকেই। কেননা যেভাবে অর্থনৈতিক পরিস্থিতি স্থিমিত হয়ে পড়েছে, তাতে নতুন করে কর্মসংস্থানের দুয়ার খোলা কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই পরিস্থিতিতেও বাংলায় বেকার যুবক যুবতীদের জন্য আসতে চলেছে খুশির খবর। এবার সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান তৈরিতে কার্যত নজির গড়তে চলেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। জানা গেছে, পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়ন্ত্রিত ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষার ফল ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে।

যেখানে প্রায় 66 হাজারের বেশি প্রার্থী সফলতা পেয়েছেন। আর আগামী 27 শে সেপ্টেম্বর এই কৃতকার্য পরীক্ষার্থীদের আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে। তবে মোট কতজনকে শেষ পর্যন্ত নিয়োগ করা হবে এবং কত শূন্যপদ পূরণ করা হবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ক্লার্কশিপের প্রাথমিক পরীক্ষা গত 15 জানুয়ারি অনুষ্ঠিত হয়। জানা গেছে, সাধারণ এবং সংরক্ষিত পরীক্ষার্থীরা 65 পর্যন্ত নম্বর প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতির পরীক্ষার্থীরা ন্যূনতম নম্বর পেয়েছেন 48.67 এবং 29.67। অন্যদিকে ওবিসি এবং বিসিবি শ্রেণীর জন্য নম্বর ছিল 43 এবং 56.33। আর এই পরিস্থিতিতে প্রায় 66 হাজারের বেশি পরীক্ষার্থী তাদের সফলতা অর্জন করেছেন। কিন্তু এবার নিয়োগের জন্য এই সফল পরীক্ষার্থীদের আবার পরীক্ষায় বসতে হবে। আর তারপরেই বাংলায় নতুন করে কর্মসংস্থানের দুয়ার খুলে যাবে বলে আশা করা হচ্ছে।

অনেকে বলছেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধীরা “রাজ্যে কর্মসংস্থান নেই” এই ঘটনাকে ইস্যু করে ব্যাপকভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে পথে নামবে। তাই তার আগে ক্লার্কশিপের রেজাল্ট এবং তার পরিপ্রেক্ষিতে যদি দ্রুত নিয়োগ করা সম্ভব হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেকটাই স্বস্তি পাবে।

পাশাপাশি নির্বাচনী প্রচারে তারা এই বিষয়টিকে তুলে ধরে সরকার বেকারদের দিকে তাকিয়েছে, সেকথা মানুষকে বোঝাতে পারবে বলে মনে করছেন একাংশ। সেদিক থেকে এবার ক্লার্কশিপের পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের পরীক্ষা কবে হয় তার দিকে নজর থাকবে সকলের। সব মিলিয়ে এবার লকডাউনের মুহূর্তে ক্লার্কশিপের পরীক্ষার ফল বেরোনোর পরেই আশার আলো তৈরি হচ্ছে বেকার কর্মপ্রার্থীদের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!