এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় লকডাউন নিয়ে আবারো বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা! করলেন নতুন ঘোষণা, জেনে নিন

বাংলায় লকডাউন নিয়ে আবারো বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা! করলেন নতুন ঘোষণা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে এখন বাংলায় দফায় দফায় লকডাউন চলছে। সেই সঙ্গে আনলক প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। কিন্তু এখনও রাজ্যের ২৪ পরগনা সহ ৪ জেলায় করোনা সংক্রমন আয়ত্তে আনা যায়নি বলেই জানা গেছে। তাই করোনা সংক্রমণ রুখতে মাঝে মাঝেই লকডাউনকে বেছে নিতে হচ্ছে এই কনটেইনমেন্ট জোন গুলোর জন্য। তবে এর সঙ্গে আনলক প্রক্রিয়া শুরু হলেও রাজ্যের স্কুল-কলেজ গুলি এখনো পর্যন্ত বন্ধ। তবে শেষ বর্ষে পাঠরত ছাত্র ছাত্রীদের পরীক্ষা নিতে হবে বলেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।

কিন্তু প্রথমত লকডাউন তাছাড়া করোনা পরিস্থিতিতে যেখানে যানবাহন স্বাভাবিক নয়, এমন সময় দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা কিভাবে করোনা সর্তকতা অবলম্বন করে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে, সেই নিয়ে অনেক মতান্তর ছিল। পশ্চিমবঙ্গ সরকার সহ অনেকগুলি রাজ্যই তাই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শেষপর্যন্ত পরীক্ষা নেওয়ার কথাই ঘোষণা করা হয়। ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাটি সম্পন্ন হয়েছে এবং চলতি মাসের আগামী ১২ তারিখ অন্য পরীক্ষাটি হওয়ার কথা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ১১ এবং ১২ তারিখ লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে তার মধ্যে ১২ তারিখ পরীক্ষা পড়ায়, স্বভাবতই মুশকিলে পড়ে ছাত্রছাত্রীরা। তবে সেই সমস্যা সমাধান করতে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি টুইট করে জানান যে পূর্বঘোষণা মত আগামিকাল অর্থাৎ ১১ই সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকলেও, পরদিন অর্থাৎ শনিবার লকডাউন থাকবে না। ফলত স্বস্তিতে থাকতে পারবেন পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা।

এদিন সুজন চক্রবর্তীও লকডাউন প্রত্যাহার করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছিলেন। তবে শেষমেষ রাজ্য সরকার পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসে। এদিন পরপর দুটি টুইট করে মুখ্যমন্ত্রী নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। বস্তুত এমনিতেই যানবাহন না চলায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে যেখানে শিক্ষার্থীদের মধ্যে অনেক সমস্যা ছিল, তেমনি অভিভাবকরাও এ বিষয়ে চিন্তিত ছিলেন। উপরন্তু এদিন যদি লকডাউন হয় তবে কীভাবে তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছবেন সেই নিয়ে সংশয় তৈরি হয়। সেই সঙ্গে করোনার সর্তকতা অবলম্বন করে কিভাবে মাস্ক, গ্লাভস পরে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা, সেই নিয়েও আগে থেকেই অনেক সমস্যা ছিল। তাই এত কিছু সমস্যার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী ২ দিনের পরিবর্তে ১ দিন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!