এখন পড়ছেন
হোম > জাতীয় >   লকডাউনে কর্মীদের বেতন কাটা নিয়ে বড়সড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের!

  লকডাউনে কর্মীদের বেতন কাটা নিয়ে বড়সড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের!


করোনা ভাইরাসকে আটকাতে গোটা দেশজুড়ে লকডাউন চলছে। আর দীর্ঘদিন লকডাউনের ফলে যে সমস্ত অফিস বন্ধ ছিল, সেই সমস্ত অফিসের কর্মচারীদের বেতন কাটা হবে কি না, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। তবে সম্প্রতি সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় যে, লকডাউনে কর্মীদের বেতন কাটলে সংশ্লিষ্ট সংস্থাকে তাদের অক্ষমতাকে জানতে আদালতে ব্যালেন্স শিট পেশ করা প্রয়োজন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 29 মার্চ সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছে, বিশেষত চুক্তিভিত্তিক কর্মীরা আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। আর তাই সাময়িক ব্যাবস্থা গ্রহন করা হিসেবে এই সংস্থাগুলোকে বেতন দেওয়ার কথা বলা হয়েছিল। তবে গত 18 মে এই নির্দেশিকা তুলে নেওয়ার পর আবার 29 মার্চ সেই নির্দেশিকার স্বপক্ষে আদালতে নিজেদের যুক্তি খাড়া করল কেন্দ্রীয় সরকার।

অনেকে বলছেন, গত 29 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে যে নির্দেশ জারি করা হয়েছিল, 17 মে সেটা তুলে নেওয়ার পরের দিন থেকেই বেসরকারি সংস্থার কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে আর কোনো বিধি-নিষেধ থাকল না। তবে কিছুদিন আগে এই ব্যাপারে কেন্দ্রের নির্দেশে কার বিরুদ্ধে কয়েকটি সংস্থা সুপ্রিম কোর্টে একটি আবেদন জানায় যেখানে তাদের বক্তব্য ছিল সমস্ত সংস্থাকে কোনমতেই এক ভাবা উচিত নয় তাই কর্মী ছাঁটাই বেতন কাটা ক্ষেত্রে এ ধরনের নির্দেশিকা জারি করা উচিত নয়। অনেকে এটাও দাবি করেছিলেন যে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করার ফলে বহু সংস্থা তাদের কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে। এমনকি অনেকে কর্মহীন হয়ে পড়বে বলেও আশঙ্কা করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার এই অবস্থায় যাতে কোনো সংস্থার কর্মীদের বেতন দিতে না পারলে কেন্দ্র শাস্তিমুলক ব্যবস্থা না নেয়, তার জন্য কেন্দ্রকে বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলল শীর্ষ আদালত। আর আদালতের পক্ষ থেকে এই বিষয়ে কেন্দ্রের কাছে মতামত জানার পরেই শীর্ষ আদালতে একটি হলফনামা পেশ করে কেন্দ্রীয় সরকার। যেখানে আবেদন করা হয়, গত 29 শে মার্চের নির্দেশিকা উপেক্ষা করে, যদি মালিকপক্ষ কর্মীদের বেতন কাটে, তাহলে যেন তাদের অক্ষমতার কথা জানিয়ে অডিট ব্যালেন্স শীট পেশ করা হয়।

সব মিলিয়ে এবার লকডাউনে কর্মীদের বেতন কাটা নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ভাবার কথা বলার সাথে সাথেই কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদন জানানোয় অনেকেই সন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। ফলে গোটা পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!