এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লকডাউনে অসহায়দের মুখে পেটভর্তি খাবার তুলে দিতে মমতা ব্যানার্জ্জীর মা ক্যান্টিন

লকডাউনে অসহায়দের মুখে পেটভর্তি খাবার তুলে দিতে মমতা ব্যানার্জ্জীর মা ক্যান্টিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছর থেকে করোনার প্রকোপ শুরু হয়। আর সেই সময় থেকেই লকডাউনও শুরু হয়। লকডাউনের ফলে আতান্তরে পড়েন সাধারণ গরিব মানুষেরা। দুবেলা নিশ্চিত খাবার জোটানোই তাঁদের কাছে অসহনীয় হয়ে ওঠে। এই অবস্থায় ত্রাতারূপে দেখা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় শুরু করেন মা ক্যান্টিন প্রকল্প। কিন্তু ভোটপর্বে এই ক্যান্টিন বন্ধ হয়ে যায়।

এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে এই ক্যান্টিন আবার নতুন করে চালু করার। তাই তড়িঘড়ি চালু হয়ে গেল বোলপুর জামবুনি এলাকার বাসস্ট্যান্ডের পাশে এই মা ক্যান্টিন। এই ক্যান্টিনে 5 টাকা দিয়ে পাওয়া যাবে ভরপেট খাবার। রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই মা ক্যান্টিন চালু হয়েছিল পাঁচ টাকার বিনিময়ে। যেখানে ভাত, ডাল, তরকারি এবং গোটা ডিম পাওয়া যায়। খুব স্বাভাবিকভাবেই মা ক্যান্টিনের ফলে সামান্য টাকা খরচ করে অনেকেই ভরপেট খাবার মুখে তুলতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর বাজেট ছিল 100 কোটি টাকা। কিন্তু ভোটের সময় নির্বাচন কমিশনের চাপ দেওয়ায় এই প্রকল্প বন্ধ হয়ে যায়। কিন্তু নতুনভাবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এই প্রকল্প চালু করেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে বোলপুর শহরে আজ থেকে শুরু হল মা ক্যান্টিন। প্রতিদিন এই ক্যান্টিনে প্রায় 200 জন মানুষকে 5 টাকার বিনিময়ে দেওয়া হবে ভাত, ডাল, সবজি, ডিম। সূত্রের খবর, আজ বোলপুর জামবুনিতে এই ক্যান্টিনের সূচনায় উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক মলয় হালদার।

এছাড়াও বোলপুর পৌরসভার পৌর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন পর্ণা ঘোষ, এসডিপিও অভিষেক রায়, বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুদীপ্ত ঘোষসহ অন্যান্যরা। অবশ্য এই মা ক্যান্টিন বীরভূমের সিউড়ি শহরে অবশ্য অনেক আগে থেকেই শুরু হয়েছে। এই নিয়ে দ্বিতীয় মা ক্যান্টিন চালু হলো বীরভূমে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ কার্যত যথেষ্ট প্রশংসনীয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। লকডাউনের কাজ হারানোর অনেকেই যে মা ক্যান্টিনের ওপর পুরোপুরি ভরসা করে রয়েছেন, সেকথা নিঃসন্দেহে বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!